কয়লা সংকটের কারণে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটেরই উৎপাদন বন্ধ হয়ে গেছে। এ কারণে সারাদেশে লোডশেডিং আরো বেড়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি জানিয়েছে, সন্ধ্যায় এ লোডশেডিং হচ্ছে এক থেকে দেড় হাজার মেগাওয়াট।
পিডিবি জানিয়েছে, এমনিতে ভারতের ঝাড়খন্ডে আদনির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ আছে। এতে এ কেন্দ্র থেকে মাত্র ৭২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে পিডিবি। এর আগে এ কেন্দ্র থেকে পাওয়া যেত এক হাজার ৬০০ মেগাওয়াট। এর মধ্যে শনিবার কয়লার অভাবে বন্ধ হয়ে গেছে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র। মাতারবাড়ি থেকে দৈনিক এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।
পিডিবি জানিয়েছে, দেশে এখন দৈনিক বিদ্যুতের চাহিদা ১৩ হাজার ৫০০ মেগাওয়াটের বেশি। কিন্তু উৎপাদন হচ্ছে ১২ হাজার মেগাওয়াটের মত। উৎপাদন কম হওয়ায় চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে।
তবে সব প্রক্রিয়া শেষ করে নভেম্বরের শেষ দিকে কয়লা আমদানি করার চেষ্টা চলছে। কয়লা আসলেই ফের শুরু হবে বিদ্যুৎ উৎপাদন। আশা করা যায়, নভেম্বরের শেষের দিকে সংকট নিরসন হয়ে যাবে।
ফুয়াদ