ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

দাবি না মানায় আবারও কর্মবিরতিতে যাচ্ছেন নার্সরা

প্রকাশিত: ২২:৫৮, ৭ অক্টোবর ২০২৪

দাবি না মানায় আবারও কর্মবিরতিতে যাচ্ছেন নার্সরা

কর্মবিরতিতে যাচ্ছেন নার্সরা

দাবি না মানায় আবারও কর্মবিরতিতে যাচ্ছেন নার্সরা। 

রোববার (৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির আহবায়ক ড. মো. শরিফুল ইসলাম বলেন, এরআগে কর্মবিরতি চলাকালীন সময়ে স্বাস্থ্য উপদেষ্টার সাথে সংস্কার পরিষদের ৩ জন প্রতিনিধি আলোচনায় বসেন। সেখানে ফলপ্রসূ আলোচনা হয় এবং উপদেষ্টা আমাদের দাবির প্রতি সহমত প্রকাশ করেন। পূর্ণ আশ্বাস দেন এক দফা দাবি বাস্তবায়নের। যার ফলে পূর্ব ঘোষিত কর্মবিরতি সাময়িক স্থগিত করা হয়। 

কিন্তু গতকাল ৬ অক্টোবর স্বাস্থ্যসেবা কতৃক দুজন নার্সিং কর্মকর্তাকে পূর্ণদায়িত্বে পদায়নের পরিবর্তে অতিরিক্ত দায়িত্ব প্রদান করে প্রজ্ঞাপন জারি করে। যা এক দফা এক দাবির পরিপন্থী।

তিনি বলেন, সকল স্তরের নার্সগণ এই প্রজ্ঞাপন ঘৃনাভরে প্রত্যাখান করেছে। নার্স সমাজ যথেষ্ট ধৈর্য্যশীলতার পরিচয় দিয়ে আসছে। আমাদের দাবি ছিল অতিরিক্ত দায়িত্ব না দিয়ে পূর্ণ দায়িত্ব দিতে হবে। পূর্ণাঙ্গ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করবে। এছাড়া আগামীকাল সারা দেশের সব সরকারি, বেসরকারি হাসপাতালে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। তবে কর্মবিরতি চলাকালীন হাসপাতালে জরুরি ও মুমূর্ষু রোগীদের সেবায় নার্স ও মিডওয়াইফারি জরুরি স্কোয়াড নিয়োজিত থাকবে।

এবি

×