ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

স্থানীয় সরকার সচিব আবু হেনা মোরশেদকে ওএসডি

প্রকাশিত: ১৫:০২, ৬ অক্টোবর ২০২৪

স্থানীয় সরকার সচিব আবু হেনা মোরশেদকে ওএসডি

আবু হেনা মোরশেদ জামান।

স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। 

রবিবার (৬ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম স্বাক্ষতির এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, পৃথক দুটি প্রজ্ঞাপনে দুজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারজানা মমতাজকে বিদ্যুৎ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এছাড়া, ওএসডি থাকা অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে।

এম হাসান

×