ক্ষুধা নিবারণ করছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। চলমান অবস্থায় রাজধানীর ট্রাফিক পুলিশবিহীন সড়কগুলোতে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। রোদ-গরমেও অক্লান্ত শরীরে কলা-রুটি খেয়েই দিন-রাত যান চলাচল নিয়ন্ত্রণ করছেন তারা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) টানা তৃতীয় দিনের মতো রাজধানীর ট্রাফিক সিগন্যালগুলোতে স্বেচ্ছায় দায়িত্বপালনে নেমে পড়েন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট, শ্যামলী, মালিবাগ, মগবাজার, মোহাম্মদপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের পাশাপাশি পরিচ্ছন্নতা ও দেয়াল লিখনের কাজও করছেন শিক্ষার্থীরা।
এসব এলাকায় দেখা যায়, স্বেচ্ছাশ্রম দিতে নিজ উদ্যোগে কাজ করছেন তারা। পালা করে শত শত শিক্ষার্থী সিগন্যালগুলোতে যান চলাচন নিয়ন্ত্রণ করছেন। দায়িত্বপালনকারী শিক্ষার্থীদের মধ্যে নারী শিক্ষার্থীদের সংখ্যাও উল্লেখযোগ্য।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত নিজ নিজ এলাকা ভিত্তিতেই তারা কাজ করছেন। কী খাবেন, কী খাবেন না সেসব ভেবে-চিন্তে রাস্তায় নামেননি তারা। তবে অনেক সাধারণ মানুষ ও পথচারীরা খুশি হয়ে খাবার ও পানি কিনে দিচ্ছেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরাও তাদের খাবার কিনে দেয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।
কোনও কোনও এলাকায় শিক্ষার্থীরা নিজেরাই খাবার কেনার জন্য চাঁদা উঠিয়েছেন। এসব খাবার মূলত কলা-রুটি, কেক, জুস ও পানি।
আসাদগেট মোড়ে বাংলাদেশ পিপলস ইউনিভার্সিটির শিক্ষার্থী তাসনিম বলেন, কেউ কেউ খাবার কিনে দিয়েছেন। কিংবা আমরা নিজেরাও কিনে খাচ্ছি। ভার্সিটির অ্যালামনাই থেকে সিনিয়ররাও আমাদের কেক, পানি কিনে দিয়েছেন। আসলে রাস্তায় কাজ করতে খাবার সময় আমরা পাচ্ছি না। বিশ্রাম নিতে নিতে যা পাচ্ছি মুখে দিচ্ছি।
শিক্ষার্থীদের এই স্বেচ্ছাশ্রমকে স্বাগত জানিয়েছে রাজধানীবাসী। কিছু রাস্তায় সাধারণ মানুষ শিক্ষার্থীদের খাবার ও পানি বিতরণ করতে দেখা গেছে।
এসআর