ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

নতুন উপদেষ্টার কার্যালয় হবে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’

প্রকাশিত: ১৭:৫১, ৮ আগস্ট ২০২৪

নতুন উপদেষ্টার কার্যালয় হবে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’

ভবন ‘যমুনা’। ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’-তে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন হিসেবে উপযুক্ত করে তোলা হচ্ছে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ সকাল থেকেই সাজানো-গোছানো হচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. ইউনূস শপথ নেওয়ার পর ‘যমুনা’য় থাকবেন বলে গণমাধ্যমকে জানিয়েছে।

শেখ হাসিনার পদত্যাগ ও দেশে ছেড়ে চলে যাওয়ার পর, প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনে বিক্ষুব্ধ মানুষ ব্যাপক ভাঙচুর চালিয়েছে। যার কারণে এই দুই জায়গায় আপাতত কার্যালয় ও বাসভবন হিসেবে ব্যবহার করার মতো পরিবেশ নেই।

প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন ‘যমুনা’ প্রস্তুত করার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়ার পরপরই মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’-কে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন হিসেবে গড়ে তোলার কাজ করছেন।

রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

এদিকে আরেক কর্মকর্তা জানান, দ্রুতই সংস্কারের প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবন। ক্ষয়ক্ষতি নির্ধারণে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই দুটি স্থাপনার কমিটি গঠন করে মূল্যায়ন করা হবে। এরপর পুনঃনির্মাণের এ উদ্যোগ নেওয়া হবে দ্রুততার সঙ্গে।

 

শহিদ

×