বাসাচাপা। প্রতীকী ছবি
রাজধানীর বাড্ডায় বাস চাপায় বাইসাইকেল আরোহী শিপু দাস (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সপ্তম শ্রেণিতে পড়তো সে।
মঙ্গলবার (১৮ জুন) বেলা ৩টার দিকে মধ্য বাড্ডায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে তার মামা রিপন দাস জানান, তাদের বাড়ি চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার শেখপুরা গ্রামে। বর্তমানে উত্তর বাড্ডায় পরিবারের সঙ্গে থাকতো। তার বাবার নাম সুশান্ত দাস। বাড্ডা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল শিপু।
তিনি আরও জানান, বাসা থেকে বাইসাইকেল নিয়ে ঘুরতে বের কয়েছিলো শিপু। তার এক বন্ধু আলাদা সাইকেলে ছিল। মধ্য বাড্ডায় এক রিকশার সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পরে যায় শিপু। এ সময় একটি বাস তার উপর উঠে যায়। পরে পুলিশের সহায়তায় শিপুকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এসআর