
সংবাদ সম্মেলন
রাজধানীতে আগামীকাল বুধবার জামায়াতকে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক।
মঙ্গলবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমডির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন:বঙ্গবন্ধুকে বললাম, স্যার চাকরি ফিরে পেতে এসেছি
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা সাঈদী সোমবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ‘হার্ট অ্যাটাকে’ মারা যান।পুলিশ কমিশনার বলেন, সাঈদীর দুই ছেলে তাদের বাবার মরদেহ পিরোজপুরে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য শুরু থেকেই পুলিশের কাছে অনুরোধ করে আসছিলেন। পুলিশও সেভাবে প্রস্তুতি ও ব্যবস্থা করছিল। পরে তার মরদেহ হস্তান্তর নিয়ে জামায়াত এবং তার আত্মীয় স্বজনরা তাণ্ডব চালিয়েছে।
পুলিশ কমিশনার বলেন, কারা কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী, ম্যাজিস্ট্রেট ডেকেছিল। ম্যাজিস্ট্রেট সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর উদ্যোগ নেয়।
খন্দকার ফারুক আহমেদ বলেন, ফজরের নামাজের পর বঙ্গবন্ধু মেডিকেল দখল করে নেয় জামায়াত নেতা-কর্মীরা। তারা ফেসবুকে অন্যদেরও শাহবাগে আসার আহ্বান জানায়। পরে পুলিশ মিনিমাম শক্তি প্রয়োগ করে তাদের সরিয়ে দেয় এবং মরদেহ পিরোজপুরে পাঠায়।
পুলিশ কমিশনার বলেন, তাদের চরিত্র যে পাল্টায়নি। সেই ২০১৩/১৪ সালে যে তাণ্ডব চালিয়েছিল, হেলমেট দিয়ে পুলিশের মাথা থেঁতলে দিয়েছিল, তা আবার প্রমাণ করল।
এসআর