ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মিরপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ

প্রকাশিত: ০০:০৯, ৫ জুন ২০২৩; আপডেট: ০০:১১, ৫ জুন ২০২৩

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মিরপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ

দফায় দফায় সংঘর্ষের একপর্যায়ে রাত ১০ টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ফেসবুকের একটি পোস্ট কেন্দ্র করে রাজধানীর মিরপুরে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত এবং যানবাহনে ভাঙচুর চালানো হয়েছে বলে জানিয়েছেন রাজধানীর কাফরুল থানার পরিদর্শক তদন্ত কামরুল ইসলাম।

তিনি বলেন, রাজধানীর কাফরুল থানা এলাকার মিরপুর ১৩ নম্বরে রবিবার রাত ৮টার দিকে এক ব্যক্তির ফেসবুক পোস্টকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিতে বেশ কয়েক দফা টিয়ার গ্যাস ছোড়া হয়।

এদিকে কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল বাতেন বলেন, যার ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্ভব হয় সেই স্ট্যাটাস দেওয়া ব্যক্তি সোহেল রানাকে আমরা আটক করেছি। জনতার মারধরের পর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি। সুস্থ হলে পরবর্তীতে সে কী কারণে এ ধরনের স্ট্যাটাস দিয়েছে এসব বিষয় জানতে চাওয়া হবে এবং বিষয়টি তদন্ত করা হবে। বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ বেগ পেতে হয়। রাত সাড়ে দশটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


 

সম্পর্কিত বিষয়:

×