ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাইপলাইনের মাধ্যমে

ভারত থেকে এলো ১৯৩০ মেট্রিক টন জ্বালানি তেল

প্রকাশিত: ২০:৫৩, ১৮ মার্চ ২০২৩

ভারত থেকে এলো ১৯৩০ মেট্রিক টন জ্বালানি তেল

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন

ভারত থেকে ১৩১ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে এসেছে এক হাজার ৯৩০ মেট্রিক টন জ্বালানি তেল। 

শনিবার (১৮ মার্চ) বিকেলে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের উদ্বোধনের পরপরই শিলিগুড়ি লুমানিগড় তেল শোধনাগার থেকে এ তেল বাংলাদেশে পৌঁছায়। ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন।

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইন স্থাপন প্রকল্পের পরিচালক টিপু সুলতান বলেন, ‘পাইপলাইন তৈরির কাজ নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়েছে। করোনা পরিস্থিতির কারণে চীন থেকে সময় মতো মোটা পূরত্বের স্টিলের পাত আনতে না পারায় ট্যাংক নির্মাণের কাজ শেষ করা যায়নি। বর্তমানে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেয়েছে। জুনের মধ্যে ট্যাংক নির্মাণের কাজ শেষ করার প্রচেষ্টা চলছে। আপাতত রেলওয়ের হেড ডিপোতে তেল সংরক্ষণ করা হচ্ছে। প্রথম দিকে বছরে আড়াই লাখ মেট্রিক টন ডিজেল তেল আমদানি করবে।’ 

প্রকল্পের কমিশনিং টিমের কো-অর্ডিনেটর এএসএম আহসান হাবিব বলেন, ‘ভারত আমাদেরকে প্রতি বছর আড়াই লাখ মেট্রিক টন তেল সরবরাহ করবে। চাহিদা বাড়লে তারা বছরে ১০ লাখ মেট্রিক টন পর্যন্ত তেল সরবরাহ করবে। যেসব তেল ভারত থেকে নিয়ে আসা হবে তা উত্তরাঞ্চলের ৮টি জেলায় সরবরাহ করা হবে। সব চাহিদা এই পাম্পের মাধ্যমেই সম্পন্ন করা হবে।’

এমএইচ

×