ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সমন জারি

প্রকাশিত: ১৬:২৪, ২ মার্চ ২০২৩; আপডেট: ১৬:৪৫, ২ মার্চ ২০২৩

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সমন জারি

ব্যারিস্টার সুমন

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণের মামলায় তাকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।  একই সঙ্গে লিখিত জবাব দিতেও আদেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ মো. আমিনুল ইসলামের আদালত এ নির্দেশ দেন।

এর আগে মিথ্যা-মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে গত ১৬ ফেব্রুয়ারি সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপ বাদী হয়ে মামলা করেন।

আদালতের সেরেস্তাদার মতিউর রহমান বলেন, মামলার বাদীপক্ষের আইনজীবী কোর্ট ফি দাখিল করেন। এরপর আদালত আগামী ২৩ মার্চ আদালতে হাজির হতে বিবাদী সুমনের বিরুদ্ধে সমন জারি করেন।

এসআর

×