
হিরো আলম
জাতীয় সংসদের উপ-নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে জামানত হারিয়েছেন মো. আশরাফুল আলম ওরফে হিরো আলম।
এদিকে বগুড়া-৬ ও বগুড়া-৪ আসনে মোট জামানত হারিয়েছেন ১৪ প্রার্থী। এর মধ্যে বগুড়া-৬ আসনে সবচেয়ে বেশি ৯ জন এবং বগুড়া-৪ আসনে পাঁচজন জামানত হারিয়েছেন।
নির্বাচনী আইনে প্রদত্ত ভোটের আটভাগের একভাগ ভোট না পাওয়ায় তারা জামানত হারান।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান।
তিনি বলেন, নিয়ম অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের (কাস্টিং) আটভাগের একভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। যেসব প্রার্থীরা এ পরিমাণ ভোট পাননি তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে।
তিনি আরও বলেন, যারা জামানত হারিয়েছেন তাদের তালিকা করা হচ্ছে।
বগুড়া-৬ (সদর) আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির প্রার্থীর সাবেক হুইপ নূরুল ইসলাম ওমর (প্রাপ্ত ভোট ৬৯৯৫), আশরাফুল আলম ওরফে হিরো আলম (৫২৭৪), সাবেক বিএনপি নেতা সরকার বাদল (২৮১১), রাকিব হাসান (১৪৪৯), জাসদের ইমদাদুল হক ইমদাদ (১৩৪০), বীর মুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলাল (১৬১৮), খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম (৪৬৮), জাকের পার্টির ফয়সাল বিন শফিক (৪১৭) ও গণফ্রন্টের আফজাল হোসেন (১৭০)।
বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল ফারুক (৬৪৪৬), জাকের পার্টির আব্দুর রশিদ সরকার (৪০৬৪), বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দিন মন্ডল (৩৫৩৭), গোলাম মোস্তফা (২৩৯০) এবং ইলিয়াস আলী (৮৪৮)।
এমএম