ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জমজমের পানি বিক্রি সাময়িক বন্ধ

প্রকাশিত: ২০:১৭, ৩০ জানুয়ারি ২০২৩

জমজমের পানি বিক্রি সাময়িক বন্ধ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময় সভা

ঢাকার বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে বোতলজাত ‘জমজমের পানি’ বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার (৩০ জানুয়ারি) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পবিত্র জমজম কূপের পানি খোলা বাজারে বিক্রয়–সংক্রান্ত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘বিষয়টি সংবেদনশীল। এটা আমাদের সামনে আসার পরে আমরা দ্রুত সভা করার সিদ্ধান্ত নিয়েছি। 
জমজমের পানি বিক্রির আইনি কোন বৈধতা নেই। এরপরেও আমরা যাচাই-বাছাই করতে চাই। এজন্য ইসলামিক ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বা অনলাইনে এই পানি বিক্রি করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারি অন্যান্য সংস্থার সাহায্য নেবে ভোক্তা অধিকার অধিদপ্তর।

বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের অফিস ব্যবস্থাপক আহমেদুল হক বলেন, হাজিদের মনোভাব এমন থাকার কথা নয় যে তারা এই পানি বিক্রি করতে বাজারে নিয়ে আসবেন। বিষয়টিতে আমাদেরও সেভাবে নজর ছিল না। 

মতবিনিময় সভায় ভোক্তা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এসআর

×