ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সতর্ক অবস্থানে র‌্যাব, প্রস্তুত স্পেশাল ফোর্স-হেলিকপ্টার

প্রকাশিত: ২০:৪৫, ৮ ডিসেম্বর ২০২২; আপডেট: ২০:৪৯, ৮ ডিসেম্বর ২০২২

সতর্ক অবস্থানে র‌্যাব, প্রস্তুত স্পেশাল ফোর্স-হেলিকপ্টার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ফাইল ছবি

নয়াপল্টনে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। প্রস্তুত রয়েছে স্পেশাল ফোর্স-হেলিকপ্টার। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

তিনি বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা ঠেকিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব ফোর্সের গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এজন্য বোম্ব ডিসপোজাল ইউনিট ও র‌্যাবের হেলিকপ্টার প্রস্তুত।

তিনি আরও বলেন, ১০ ডিসেম্বর বিএনপি গণসমাবেশকে কেন্দ্র করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া যেকোনো ধরনের হামলা ও নাশকতা ঠেকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, স্থান ও প্রবেশপথসহ দেশের বিভিন্ন স্থানে র‌্যাবের চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলমান।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×