ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে মাইক্রোবাসে আগুন

প্রকাশিত: ২১:২২, ৩ ডিসেম্বর ২০২২

রাজধানীতে মাইক্রোবাসে আগুন

পুড়ে যাওয়া মাইক্রোবাস।

রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগর এলাকায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মাইক্রোবাসটিতে আগুন লাগার ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দু'টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নাজমা আক্তার বলেন, ‘আমরা সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগারগাঁও এলাকায় একটি মাইক্রোবাসে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে মোহাম্মদপুর স্টেশন থেকে দু'টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

তেজগাঁও ট্রাফিক বিভাগের শেরেবাংলা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শোভন চন্দ্র ঘোষ গণমাধ্যমকে জানান, মাইক্রোবাসটির ইঞ্জিন গরম হয়ে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

 

এমএইচ

×