ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘জ্বালানি তেল আমদানি করে বিক্রি করতে পারবে বেসরকারি খাত’

প্রকাশিত: ১৯:১২, ৩ ডিসেম্বর ২০২২; আপডেট: ২০:২৬, ৩ ডিসেম্বর ২০২২

‘জ্বালানি তেল আমদানি করে বিক্রি করতে পারবে বেসরকারি খাত’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

সরকারের পাশাপাশি বেসরকারি খাতও জ্বালানি তেল আমদানি করে ভোক্তার কাছে বিক্রি করতে পারবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবন মিলনায়তনে এক সেমিনারে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি খাতও জ্বালানি তেল আমদানি করে ভোক্তার কাছে বিক্রি করতে পারবে। এ জন্য সরকার দাম নির্ধারণ করে দেবে।

এসময় বেসরকারি খাতে কেউ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে চাইলে পারবে বলেও জানান প্রতিমন্ত্রী। 

নসরুল হামিদ বলেন, ডিজেলচালিত এক হাজার মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা হচ্ছে। আগামী জুনে ডিজেলচালিত বিদ্যুৎ বন্ধ করে দেয়া হবে। শুধু ডিজেলচালিত কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র রাখা হবে। জ্বালানি খাতে দক্ষতা বৃদ্ধি ও সাশ্রয়ী হতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এতেও সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে যুক্ত করা হবে।

বিশ্ববাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আগে বারবার দরপত্র ডাকা হলেও গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি কোম্পানি আসতে চাইত না। মার্কিন কোম্পানি কনোকোফিলিপস কাজ শুরু করেও চলে গেছে। তারা এটিকে ব্যবসায়িকভাবে লাভজনক মনে করেনি। এখন গ্যাসের দাম বাড়ায় অনেকেই সমুদ্রে গ্যাস অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করছে।

 

এমএম

×