ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে : বিএসএমএমইউ উপাচার্য

প্রকাশিত: ২০:০৯, ৩ নভেম্বর ২০২২

নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে : বিএসএমএমইউ উপাচার্য

বিএসএমএমইউয়ে শোকাবহ জেলহত্যা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় জেলা হত্যা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পরিবার জাতির পিতা ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ে বি-ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও কেবিন ব্লকের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
 
এসময় ১৯৭৫ সালের ৩রা নভেম্বর শহীদ জাতীয় চার নেতার স্মৃতির স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং জাতীয় এই দিবসে শহীদ জাতীয় চার মহান জাতীয় নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রীসভার সদস্য ক্যাপ্টেন (অবঃ) এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান-এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, নতুন প্রজন্ম যারা দেশের ভবিষ্যৎ তাদেরকে সঠিক ইতিহাস জানাতে হবে। যারা ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তারা যদি দেশের সঠিক  ইতিহাস না জানেন, তবে দেশের উন্নয়নে ঠিকমত কাজ করতে  পারবেন না। 

তিনি আরো বলেন, আমাদের মধ্যে যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা মুক্তিযুদ্ধ দেখেছেন, তাদের উচিত নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও জাতীয় চার নেতার ভূমিকা জানানো।  প্রয়োজনে গল্পের মত করে শিশুদেরও এসব ঐতিহাসিক বিষয় বলতে হবে।

জাতীয় এই কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন,  নার্সিং ও মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার ডা.  স্বপন কুমার তপাদার, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ্,  অ্যধাপক ডা. আহসান হাবীব হেলাল, অধ্যাপক ডা. সাঈদা শওকত জেনি, অধ্যাপকা ডা. নাজির উদ্দিন মোল্লাহ্, অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মোঃ ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মোঃ সাইফুল ইসলাম,  সহযোগী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন, সহযোগী অধ্যাপক ডা. মোঃ রসুল আমিন, সহযোগী অধ্যাপক ডা. মোঃ রাসেল, সহযোগী অধ্যাপক ডা. রাকিবুল হাসান অপু,  উপ রেজিস্ট্রার সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন, সহকারী অধ্যাপক ডা.  নাজিয়া মেহনাজ, সহকারী অধ্যাপক ডা. মেহেদী হাসান,  অতিরিক্ত পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ, উপ পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী  প্রমুখসহ শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার