ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

আগামী সংসদ নির্বাচন নিয়ে দৌড়ঝাঁপ

বিদেশী নজর বেড়েছে

অপূর্ব কুমার

প্রকাশিত: ২৩:৫৩, ১৭ আগস্ট ২০২২

বিদেশী নজর বেড়েছে

বিদেশী নজর বেড়েছে

জাতীয় সংসদ নির্বাচনের এখনও এক বছর চার মাস বাকি থাকলেও প্রভাবশালী রাষ্ট্রগুলোর মধ্যে আগ্রহ বাড়ছেভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র তিন প্রভাবশালী রাষ্ট্রের আগ্রহ বেশিনির্বাচন যতই ঘনিয়ে আসবে এই দেশগুলো চাইবে তাদের পছন্দের দল ক্ষমতায় থাকুক

প্রত্যেক দেশেরই দ্বিপক্ষীয় সুযোগ-সুবিধা এবং চলমান উন্নয়ন কাজ এগিয়ে নিতে নিজেদের পরিকল্পনা রয়েছেতবে কোন দল কার পছন্দ বা কাকে কোন দেশ চায় সেটি এখনও স্পষ্ট নয়সেটি স্পষ্টভাবে জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবেযদিও তিনটিসহ আরও কয়েকটি দেশের রাষ্ট্রদূত ইতোমধ্যে বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা নাক গলাবেন নাতবে তারা চান অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনযাতে সব দল অংশ নেবে

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, করোনা পরবর্তী বৈশ্বিক মন্দাবস্থা এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পুরো বিশ্বই এখন চাপে রয়েছেসবদেশই নিজেকে টিকিয়ে রাখার চেষ্টায় ব্যস্তনানা সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেমূলত অর্থনৈতিক উন্নয়নের কারণেই বাংলাদেশের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে প্রভাবশালী দেশগুলো

একই সরকার টানা ক্ষমতায় থাকার কারণে আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ একটা পর্যায়ে পৌঁছেছেপ্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোলমডেল হিসেবে পরিচিতি পেয়েছেতাই বাংলাদেশের প্রতি আকর্ষণ থাকাই স্বাভাবিকসেই কারণে নির্বাচনের আগে বিদেশীদের যে সফর হচ্ছে এটা খুবই স্বাভাবিকএসব সফর শুধু বাংলাদেশের স্বার্থেই হচ্ছে নাএক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর প্রয়োজনও কম নয়বিশ্বের বুকে বাংলাদেশ এগিয়ে যাওয়ার কারণে এর সবই হচ্ছে বলে তারা জানান

সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, বাংলাদেশকে নিজেদের পাশে পেতে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের আগ্রহ আছেতিনি বলেন, তিনটি দেশই নিজেদের স্বার্থে বাংলাদেশকে তাদের পক্ষে চায়চীনের অতিরিক্ত আগ্রহের কারণে দেশটির জাতীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশ সফর করেছেন

মাত্র ২৪ ঘণ্টার সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চলমান প্রকল্পের খোঁজখবরসহ অর্থনৈতিক উন্নয়নে চীনের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানানএকইসঙ্গে তাইওয়ান ইস্যুতে একচীন নীতিতে বাংলাদেশের সমর্থন চানআগামীতে বাংলাদেশের উন্নয়নে অংশীদার হওয়ার দৃঢ় অঙ্গীকারও করেন ওয়াং ই

এর আগে তিস্তায় চীনের এক বিলিয়ন ডলার প্রকল্প প্রস্তাবে ভারতের উদ্বেগের কারণে হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ সফর করেছিলেনযুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ চীন থেকে দূরে থাকুককারণ মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার জোট (কোয়াড) বাংলাদেশকে চাইলেও মূলত চীনের আপত্তির কথা ভেবে বাংলাদেশ আপাতত দূরে রয়েছে

তাই বাংলাদেশ কৌশলগত কোন জোটে না গিয়ে নিজেদের পারস্পরিক সম্পর্ক রেখে ভারসাম্যের নীতি বজায় রেখেছেএছাড়া মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতাসহ বেশ কিছু ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কিছুটা মতভেদ থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়

গত ৭ আগস্ট বাংলাদেশ সফর করেছেন মার্কিন আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসনমিশেল জে সিসন বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন, ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক, খাদ্য নিরাপত্তা, মানবাধিকার, রোহিঙ্গা ইস্যু, স্বাস্থ্য ব্যবস্থা, র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার, শান্তি রক্ষা, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেন

বাংলাদেশের নির্বাচন নিয়ে ২০১৪ কিংবা ২০১৮ সালের মতো ভারত কতটা ভূমিকা রাখবে সেটি এখনও বলা যাচ্ছে নাকারণ করোনা পরবর্তী এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ব পরিস্থিতি এখন বেশ ঘোলাটেতবে বরাবরের মতো বাংলাদেশে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো চাইবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনইতোমধ্যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপকালে এমন মন্তব্যই করেছেনসেই সঙ্গে নির্বাচন পদ্ধতি ও নির্বাচন নিয়ে একটি অনলাইন প্ল্যাটফরমও তৈরি করা হয়েছে

আর ভারত চাইবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুককারণ ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন পর্যায়ে পৌঁছেছেএছাড়া শেখ হাসিনার সন্ত্রাসবাদবিরোধী কর্মকা-ের কারণে ভারতের বিচ্ছিন্নতাবাদীরা আর মাথা তুলে দাঁড়াতে পারছে না

সন্ত্রাসীরা আর বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারছে নাফলে ভারতের সেভেন সিস্টারস রাজ্যগুলোতে অস্থিরতা অনেক কমেছেএটি ভারতের জন্য স্বস্তি দিয়েছেবিভিন্ন সময়ে ভারত সরকারের দায়িত্বশীলদের মন্তব্যে এমন আভাসই পাওয়া যাচ্ছেতাই তারা চাইবে বাংলাদেশে ক্ষমতাসীনরাই আগামীতে ক্ষমতায় থাকুক

আর চীন চাইবে আগামীতে যেই আসুক সে যেন আমেরিকার পক্ষে না যায়ফলে নির্বাচন ঘিরে আসলে কী অবস্থা হবে সেটা দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবেআগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেনশেখ হাসিনার ভারত সফরের আগেই দুদেশের নদীর পানি প্রবাহ নিয়ে একাধিক চুক্তির আভাস দিয়েছে ভারতের গণমাধ্যমএর আগে ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করে গেছেন

এখন ফিরতি সফরে যাওয়া স্বাভাবিক বিনিময়ের অংশতবে এই সফরের সুযোগে রাজনীতির ভবিষ্যত নিয়ে নিশ্চয়ই শেখ হাসিনা ও মোদি কথা বলবেনকারণ আগামী নির্বাচনের আগে এটিই সম্ভবত শেখ হাসিনার শেষ সফরতাই হাসিনার সফরের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা কূটনীতিকদের

সাম্প্রতিক কয়েকটি ঘটনায় প্রভাবশালী রাষ্ট্র চীন বেশ চাপে আছেযুক্তরাষ্ট্র কিছুদিন ধরে চীনকে প্রতিযোগী ভাবছেইউক্রেন যুদ্ধ নিয়েও চীনের ভূমিকায় যুক্তরাষ্ট্র নাখোশতার ওপর মার্কিন প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করায় চীনারা চাপে পড়েছে

এছাড়া জাপান, ভারত, অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র কোয়াড গঠন করেছেকেউ কেউ আবার বলছে, শ্রীলঙ্কায় ঋণের ফাঁদের জন্য চীন দায়ীএছাড়া পাকিস্তানের অর্থনৈতিক বিপর্যয়ের জন্য চীনা ঋণকে দুষছেন দেশটির জনগণএসব নিয়ে চীন এক ধরনের চাপে আছে

বর্তমান পরিস্থিতিতে চীন তার বন্ধুদের সঙ্গে সম্পর্ক ঝালাই করছেবন্ধুদের কাছে আবারও শুনতে চায় যে, তাইওয়ান চীনের অংশপরিবর্তিত বিশ্ব পরিস্থিতির কারণে সম্পর্কের কাঠামোতে যেন কোন পরিবর্তন না ঘটে বেজিং সেটাই প্রত্যাশা করেএ কারণে চীনের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া সফর করেছেনদেশটির বিরুদ্ধে যে বিষয়গুলো নিয়ে প্রচারণা চলছে; সেগুলোর ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নিজেদের অবস্থান ব্যাখ্যা করছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী হওয়ায় অনেকের আগ্রহ বাড়ছেবিনিয়োগকারীরা সাধারণত এমন দেশে বিনিয়োগ করে যেখান থেকে তারা রিটার্ন পাবেসিঙ্গাপুরের মতো ছোট দ্বীপ যেখানে মাত্র ৬০ লাখ মানুষের বাস; সেখানে গোটা বিশ্বের আগ্রহ রয়েছেফলে অর্থনৈতিক কর্মকা-ে বাংলাদেশ ৫০ বছরে একটা পর্যায়ে পৌঁছেছে

বাংলাদেশের প্রতি আকর্ষণ থাকা স্বাভাবিকফলে বিদেশীদের যে সফর হচ্ছে এটা খুবই স্বাভাবিকবরং অর্থনৈতিক কাঠামোর ক্ষেত্রে আরও বেশি বিদেশীকে আমাদের আকৃষ্ট করার কথাকোভিড আমরা সামলাতে পেরেছিজ্বালানি সঙ্কট সামলাতে পারলে আরও বিদেশী আমাদের প্রতি আকৃষ্ট হবেবাংলাদেশের ভ্যাকসিনের ভূয়সী প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে বিভিন্ন মিশনে নিযুক্ত রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা ইতোমধ্যে সরকারের মন্ত্রী পর্যায়ে, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক পৃথক বৈঠকও করেছেনতাদের বৈঠকে গুরুত্ব পায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন পদ্ধতি

গত আড়াই মাসে বিদেশী কূটনীতিকদের দৌড়ঝাপের বিষয়ে সংসদে ও সংসদের বাইরে কঠোর সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারাস্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশীদের কাছে ধরনা দেয়া রাজনৈতিক দৈন্যতার বহিঃপ্রকাশবলে তারা অভিযোগ করেছেন

বাংলাদেশের নির্বাচনের অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে, জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন দেশের কূটনীতিকরা নানামুখী তপরতা শুরু করে থাকেনসরকারের নির্বাচন সংশ্লিষ্ট নানা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন ইস্যুতে আলোচনা করেন তারা

ইতোপূর্বে রাজনীতিকদের উদ্দেশে নৈশভোজেরও আয়োজন করতে দেখা গেছে প্রভাবশালী দেশের কূটনীতিকদেরবরাবরের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বহু বছর আগে থেকেই সেই তপরতা দেখা যাচ্ছেকাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের পর কূটনীতিকদের তপরতা জোরদার হয়েছে

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশন (ইসি) গঠনের পর গত ৮ জুন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ইসির সঙ্গে সাক্ষাত করেন২৬ জুন সাক্ষাত করেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুরএরপর গত ৩ জুলাই একসঙ্গে ১৪টি দেশের রাষ্ট্রদূত যান ইসিতেবাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হাইকমিশনের নেতৃত্বে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন এ্যান্ড ডেভেলপমেন্টভুক্ত (ওইসিডি) ৩৮টি দেশের মধ্যে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, তুরস্ক এবং জাপানের রাষ্ট্রদূত ইসির সঙ্গে সাক্ষাত করেন

কূটনীতিকদের পৃথক তিনটি সাক্ষাতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়এ সময় তাঁরা আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন অংশ গ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু দেখতে চান বলে ইসিকে জানিয়েছেএজন্য তাঁরা নির্বাচন কমিশনকে সহযোগিতা দেয়ারও আশ্বাস দেন

গত ৭ জুন রাজধানীর এক অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে বলেন, আগামী বছরের শেষে নির্বাচন হওয়ার কথাএই নির্বাচনের ব্যাপারে আমি সরকারের দিক থেকে কিছু ইতিবাচক পদক্ষেপ নেয়ার বিষয়টি লক্ষ্য করেছিআমি আশা করব, গতবারের তুলনায় এবার ভাল, অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার পদক্ষেপ নেবে।  এরপর গত ১৩ জুলাই ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং ১২ জুলাই জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাত করেন

গত ১৭ মার্চ জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টারের সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাত হয়অবশ্য ওই সাক্ষাতে আলোচনার বিষয় বিএনপি নেতারা ভুলভাবে উপস্থাপন করেছেন উল্লেখ করে অন্য একটি অনুষ্ঠানে জার্মান দূত বিরক্তি প্রকাশ করেনআওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি যতই বিদেশীদের সঙ্গে কথা বলুক; এতে কোন লাভ হবে নাযুক্তরাষ্ট্র যত বড় ক্ষমতাধর দেশই হোক না কেন, বাংলাদেশের নির্বাচনের বিষয়ে তাদের কোন কিছু করার নেই

সম্প্রতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীএকই দিন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাত করেছেন নবনিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি

×