ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লঞ্চ ভাড়া বাড়ানোর বিষয়ে নৌ মন্ত্রণালয়ে বৈঠক

প্রকাশিত: ১৩:০৪, ৮ আগস্ট ২০২২

লঞ্চ ভাড়া বাড়ানোর বিষয়ে নৌ মন্ত্রণালয়ে বৈঠক

নৌপরিবহন মন্ত্রণালয়

জ্বালানি তেলের দাম ভাড়ার কারণে লঞ্চের ভাড়া বাড়াতে সভায় বসেছে সরকার ও মালিকপক্ষ। 

সোমবার (৮ আগস্ট) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে দুপুর সাড়ে ১২টায় এ সভা শুরু হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু লঞ্চ, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি মো. আব্দুস সালাম খানসহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) প্রতিনিধি উপস্থিত আছেন।

এসআর

×