ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘অক্টোবর থেকে লোডশেডিং কমবে’

প্রকাশিত: ১৫:৫৩, ৭ আগস্ট ২০২২; আপডেট: ১৯:০৫, ৭ আগস্ট ২০২২

‘অক্টোবর থেকে লোডশেডিং কমবে’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, আগামী অক্টোবর মাস থেকে আর লোডশেডিং কমবে’। সেই সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। 

রবিবার (৭ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ  প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আমরা উৎপাদন বাড়াব। গ্যাসের পরিমাণ বাড়িয়ে ব্যালেন্স করার চেষ্টা করব। অক্টোবর থেকে পুরোপুরি আগের অবস্থা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারব। সবাইকে অনুরোধ করব, সবাই যেন ধৈর্য্য ধরেন।  

বিদ্যুৎ  প্রতিমন্ত্রী বলেন, লোডশেডিং এটা সাময়িক। বিদ্যুৎ বিভাগ মনে করছে, আগামী মাস থেকে লোডশেডিং থেকে আস্তে আস্তে বের হয়ে আসবে। এখন যেমন আছি, আগের থেকে অনেক ভালো অবস্থা হবে। আগামী মাস থেকে অর্ধেকেরও কম লোডশেডিং হবে।

এমএইচ

×