ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আনারকলির কূটনীতি-বহির্ভূত আচরণের বিষয়ে তদন্ত কমিটি

প্রকাশিত: ২১:৫৮, ৩ আগস্ট ২০২২

আনারকলির কূটনীতি-বহির্ভূত আচরণের বিষয়ে তদন্ত কমিটি

কাজী আনারকলি 

ইন্দোনেশিয়া থেকে ফিরিয়ে আনা কূটনীতিক কাজী আনারকলির কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

ওই কমিটি প্রাথমিক তদন্ত করবে এবং প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হতে পারে।

এ বিষয়ে এক কর্মকর্তা বলেন, ‘একজন বিদেশি কূটনীতিকের বাসায় প্রবেশের আগে পুলিশকে অবশ্যই বিদেশি কূটনীতিকের দূতাবাসের অনুমতি নিতে হবে। এক্ষেত্রে কোনও অনুমতি নেওয়া হয়নি।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত মাসের দ্বিতীয় সপ্তাহে ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দূতাবাসের উপ-প্রধান আনারকলির বাসায় নারকোটিকস বিভাগের কর্মকর্তারা তল্লাশি চালায় এবং প্রায় ২০ গ্রাম মারিজুয়ানা পায়। 

তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং পরের দিন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ছেড়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে ইন্দোনেশিয়ান সরকারের অনুরোধে তাকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। 
 

×