ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দ্বারে কড়া নাড়ছে কোরবানি ঈদ

গরুর পেছনে ছোটাছুটি দা বঁটি ধার, চলছে কেনাকাটাও

মোরসালিন মিজান

প্রকাশিত: ২৩:২২, ৫ জুলাই ২০২২

গরুর পেছনে ছোটাছুটি দা বঁটি ধার, চলছে কেনাকাটাও

দা-ছুরি-চাপাতিতে ধার দিতে পাড়া-মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন শানদাররা

গরুর পেছনে ছোটাছুটি শুরু হয়ে গেছেকেউ গরুকেউ খাসিকেউ আবার উটও কোরবানি দেবেনপ্রস্তুতি চলছে জোরেশোরেইপশুর খোঁজ খবর করা, কেনা, রশি ধরে টেনে বাড়ি নিয়ে আসা- এমন অনেক ছবিই এখন রাস্তায় নামলে দেখা যাচ্ছেঅনেকে আবার পুরনো ছুরি চাকু দা-বঁটি বের করে ধার দিচ্ছেনপাশাপাশি চলছে বহুবিদ কেনাকাটাসব মিলিয়ে রাজধানীতে এখন ঈদের আমেজ।  

আগামী রবিবার ঈদতার আগে জোরেশোরেই চলছে প্রস্তুতিতবে কোরবানির ঈদ যেহেতু, গরুতেই বেশি মনোযোগছাগল-ভেড়াসহ মরুভূমির উটও আছে কেনার তালিকায়কে কোন্টি কিনবেন, কত টাকায় কিনবেন ইত্যাদি ইস্যুতে চলছে জোর আলোচনাহাটগুলোতেও ব্যাপক আয়োজনপ্রচুর পশুর আমদানি হয়েছেচলছে বিক্রিওসবার আগে পশু বিক্রি শুরু হয় রাজধানীর দুটি স্থায়ী হাটেহাট দুটির একটি গাবতলীঅন্যটি সারুলিয়াউভয় হাটে এখন বিপুলসংখ্যক পশুভাল বিক্রি হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে

পাশাপাশি প্রস্তুত করা হয়েছে ১৭টি অস্থায়ী হাটঢাকার দুই সিটি কর্পোরেশন এসব হাট পরিচালনা করবেঅস্থায়ী হাটগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বসবে ১০টিআর উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বসবে ৭টি হাটআজ বুধবার থেকে অস্থায়ী হাটে পশু বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে

আগের দিন মঙ্গলবার আমুলিয়া, আফতাবনগর, উত্তরাসহ কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছে কর্তৃপক্ষপশু বেঁধে রাখার খুঁটি, অস্থায়ী শেড, ওয়াচ টাওয়ার ইত্যাদি বসানো হয়েছেবিভিন্ন জেলা থেকে ব্যবসায়ী ও খামারিরা ট্রাকভর্তি পশু নিয়ে আসছেন হাটেহাটগুলো চালু হলে প্রথম দিনই বদলে যাবে ঢাকার চেহারাযেদিকে চোখ যাবে সেদিকেই দেখা যাবে কোরবানির পশু

এদিকে, স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর কোরবানির জন্য গরু, ছাগল, ভেড়া ও উট মিলিয়ে ১ কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি পশু প্রস্তুত রয়েছেঅনুমান করা যায়, ঈদের আগে আগে সব পশু বিক্রি হয়ে যাবে। 

পশু জবাই ও মাংস কাটার জন্য ছুরি, চাকু, দা, বঁটি চাইঅনেকে নতুন করে এসব কিনছেনভিড় বেড়েছে কাওরান বাজারের কামারশালায়।  কেউ কেউ আবার পুরনোগুলোকে ধার দিয়ে চকচকে করার উদ্যোগ নিয়েছেনযারা ধার দেয়ার কাজটি করেন তারাও বাসার সামনে এসে হাজির হচ্ছেনকাঁধে বাইসাইকেলের মতো একটি যন্ত্রএটিতে আরাম করে বসে দা-বঁটি ধার দিতে দেখা যাচ্ছে তাদের

ঈদ সামনে রেখে চলছে রান্নার প্রস্তুতিওঢাকার মসলার বাজার এখন জমজমাটমাংস রান্নার কাজে নানা জাতের মসলার প্রয়োজন হয়ভাল জাতের মসলা খুঁজে কেনার চেষ্টা করছেন গৃহিণীরানিউ মার্কেট, গাউছিয়া ঘুরে নতুন হাঁড়ি-পাতিলও কিনছেন তারা। 

কোরবানি ঈদ বলেই পোশাক বা জামা-জুতা কেনায় অত আগ্রহ নেইমঙ্গলবার বসুন্ধরা সিটি শপিং মলে গিয়ে তো অবাকই হতে হলোএত বড় শপিং মলকিন্তু ক্রেতার উপস্থিতি সাধারণ সময়ের মতোআয়েশী ভঙ্গিতে চলছিল কেনাকাটা। 

ঢাকায় বসবাসকারীদের বড় অংশটি আবার চলে যাবে গ্রামের বাড়িনাড়ির টানে বাড়ি ফেরার দৃশ্য এরই মাঝে সামনে এসেছেমঙ্গলবার থেকে শুরু হয়েছে ঈদের স্পেশাল ট্রেন সার্ভিসএদিন কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, প্রতিটি ট্রেনের আসন পূর্ণঅনেকে দাঁড়িয়ে যাচ্ছেনশনিবার পর্যন্ত চলবে বিশেষ ট্রেনআর বাসে করে বাড়ি ফেরা, সে তো অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল

সব মিলিয়ে ঈদ যে আসন্ন, বেশ বোঝা যাচ্ছেতবে কোরবানি ঈদ শুধু পশু জবাই করার জন্য নয়রসনা বিলাস নয়এ ঈদ আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত করেআত্মত্যাগের আনন্দটাই পাওয়ার চেষ্টা করতে হবেতবেই সার্থক হবে ঈদকবি কাজী নজরুল ইসলামের ভাষায় বললে, ‘ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ’, শক্তির উদ্বোধনঅন্য জায়গায় কবির উচ্চারণ : মনের পশুরে করো জবাই,/পশুরাও বাঁচে, বাঁচে সবাইএর চেয়ে সুন্দর কথা আর কি হতে পারে? মনের  ভেতরে যে পশুত্বসেটি আগে ধ্বংস করার তাগিদ দিয়েছেন তিনিআত্মশুদ্ধির ওপর জোর দিয়েছেনদিন পর যারা পশু কোরবানি দেবেন তাদের ভাবনায় কি আছে এসব মহ চাওয়া? যেন থাকেথাকলেই হবে প্রকৃত ঈদ

×