
ভিয়েতনাম যুদ্ধের সময় ক্ষত-বিক্ষত দেহ
১৯৭২ সালে ভিয়েতনাম যুদ্ধের সময় ক্ষত-বিক্ষত দেহ নিয়ে কিম ফুকে নামের এক বালিকার দৌড়ের ছবি পুরো বিশ্বে সাড়া ফেলেছিল। তার দৌড়ের ছবিটি তুলেছিলেন চিত্র সাংবাদিক নিক উট। নিক উটের এই ছবি পরবর্তীতে ‘নাপাম গার্ল’ নামে পরিচিতি পায়। এই ছবির জন্যই পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন নিক। খবর আনন্দবাজার অনলাইনের।
১৯৭২ সালের জুনে ভিয়েতনামে কিম ফুকের গ্রামে হামলা করে আমেরিকার যুদ্ধবিমান। মুহুর্মুহু নাপাম বোমা ছিন্নবিচ্ছিন্ন করে দিচ্ছিল ছোট্ট গ্রামটিকে। বোমা থেকে বাঁচতে আর পাঁচ জনের মতোই ছুটছিল ৯ বছরের কিম ফুকে। আর কিম ফুকের সারা শরীরে বোমার ক্ষত! তবে ৫০ বছর পর ত্বকের চিকিৎসা শেষে সেই কিম ফুকে ফিরছেন স্বাভাবিক জীবনে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো, যে দেশের হামলায় তার এই অবস্থা হয়েছিল, সেই আমেরিকাতেই হলো তার ত্বকের চিকিৎসা।
সুস্থ হয়ে কিম ফুক বলেন, ‘৫০ বছর পর এখন আমি মুক্ত। আমাকে আর যুদ্ধের ক্ষতচিহ্ন বয়ে বেড়াতে হবে না। আর নাপাম গার্ল নামে আমাকে কেউ ডাকবে না। যে যুদ্ধের ক্ষত মুছে বিশ্ব শান্তির আহ্বান জানাচ্ছে।’