ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১৮ সেকেন্ডে ইমিগ্রেশন সম্পন্ন !

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:১০, ১ জুলাই ২০২২

১৮ সেকেন্ডে ইমিগ্রেশন সম্পন্ন !

ইমিগ্রেশন

ধানমণ্ডির বাসিন্দা নূরী আক্তারব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসেনবিমানবন্দরে স্থাপিত ই-গেটের প্রবেশ পথে প্রথমে পাসপোর্ট ছবি সম্বলিত স্মার্ট কার্ডের পৃষ্ঠাটি স্ক্যান করান তিনি৪-৫ সেকেন্ডের মধ্যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তার সব তথ্য মিলে যায়এরপর সামনে থাকা ক্যামেরার সামনে দাঁড়ানসেখানে স্বয়ংক্রিয়ভাবে ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে পাসপোর্টের ছবির সঙ্গে তার মুখমণ্ডল মিলে যায়এতে খুলে যায় দ্বিতীয় গেটওমাত্র ১৮ সেকেন্ডে ইমিগ্রেশন সম্পন্ন হয় তারএরপর পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চ ইমিগ্রেশন কার্যক্রমও অল্প সময়ের মধ্যে শেষ করে ফ্লাইটে ওঠেন তিনিই-গেটের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ইমিগ্রেশন শেষ করতে পেরে আনন্দিত এই যাত্রী

বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত ই-গেট ব্যবস্থা সরেজমিনে দেখতে গিয়ে এমনটি দেখা যায়দেখা যায়, বহির্গমন ও আগমনী যাত্রীদের মধ্যে যাদের ই-পাসপোর্ট রয়েছে, তারা বিমানবন্দরে স্থাপিত ই-গেট ব্যবহার করছেনএতে মাত্র ১৮ সেকেন্ডের মধ্যে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারছেন তারাযা আগে ৩০ মিনিট কিংবা এরও অধিক সময় লেগে যেত

জানতে চাইলে নূরী আক্তার বলেন, আগে এক বস্তা কাগজ নিয়ে ইমিগ্রেশন চেকিংয়ের জন্য অপেক্ষা করা লাগতকখনও কখনও ৩০ মিনিটেরও বেশি সময় লেগে যেতখুব বিরক্ত লাগতকিন্তু ই-পাসপোর্ট নিয়ে ই-গেটের মাধ্যমে ইমিগ্রেশন সম্পন্ন করায় এখন মাত্র ১৮ সেকেন্ড লেগেছেএতে যাত্রীদের জন্য ভোগান্তি কমেছে

আরেক যাত্রী জিল্লুর রহমান বলেন, ই-গেট স্থাপনের পর তিনি এই প্রথম বিদেশ যাচ্ছেনতাকে লাইনে দাঁড়াতে হয়নিবাংলাদেশও বিদেশের মতো এগিয়ে যাচ্ছেতাই ভালই লেগেছে

এ বিষয়ে ই-পাসপোর্টের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন বলেন, ই-গেট মূলত ব্যক্তি ও তার পাসপোর্ট সঠিক কিনা, তা যাচাই করে থাকেএর মাধ্যমে অল্প সময়ের মধ্যে নির্ভুলভাবে যাচাই-বাছাই করা সম্ভবই-গেট সিস্টেম ব্যবহারকারী যাত্রীদের সহায়তা করতে আমাদের লোক রয়েছেকোন যাত্রী না বুঝলে তাকে সহায়তা করা হয়তার দেয়া তথ্যমতে, চট্টগ্রাম বিমানবন্দরে ৬টি, বেনাপোল ও বাংলাবান্দা স্থল বন্দরে একটি করে ই-গেট স্থাপন করা হয়েছেতবে চলতি বছরে ২২টি ল্যান্ড চেকপোস্টেও ই-গেট স্থাপন করা হবে

×