ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বইমেলায় ঢুকতে টিকার সনদ দেখাতে হবে

প্রকাশিত: ০১:২৭, ২২ জানুয়ারি ২০২২

বইমেলায় ঢুকতে টিকার সনদ দেখাতে হবে

স্টাফ রিপোর্টার ॥ নতুন করে মহামারী করোনা বিস্তারে পিছিয়ে দেয়া বইমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। তবে কোভিড সংক্রমণরোধে মেলায় ঢুকতে ক্রেতা-দর্শনার্থী ও বিক্রেতাদের দেখাতে হবে টিকার সনদ। আর বইমেলা সংশ্লিষ্ট সবাইকে টিকার আওতায় আনতে বাংলা একাডেমি প্রাঙ্গণে বসানো হচ্ছে টিকা গ্রহণের বিশেষ বুথ। শুক্রবার বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বইমেলার আগে বাংলা একাডেমি প্রাঙ্গণে টিকার বুথ বসানো হবে। বুথ বসানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। যারা এখনও টিকা নেননি, তারা এখান থেকে টিকা নিতে পারবেন। করোনা সংক্রমণের উর্ধগতির কারণে এবার বইমেলা দুই সপ্তাহ পেছানো হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর প্রস্তুতি নিয়েছে বাংলা একাডেমি। অমর একুশে গ্রন্থমেলা সামনে রেখে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে স্টল তৈরির কাজ। বইমেলায় যারা স্টল নিচ্ছেন, প্রকাশক, বই বিক্রেতাসহ সবাইকে করোনার টিকার সনদ দেখাতে হবে।
×