ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

নলছিটিতে কাউন্সিলর প্রার্থীর প্রচার মাইক ভাংচুর

প্রকাশিত: ২১:১৫, ১৪ জানুয়ারি ২০২১

নলছিটিতে কাউন্সিলর প্রার্থীর প্রচার মাইক ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৩ জানুয়ারি ॥ নলছিটি পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মামুন লাভলুর প্রচার মাইক ভাংচুর ও এক সমর্থককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় অনুরাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ আল মামুন লাভলু এ ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ও নলছিটি থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মামুন লাভলুর প্রতীক উটপাখির সমর্থক আবুল বাশার মল্লিক (৬০) অটোরিক্সায় একটি মাইকে প্রচার চালাচ্ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারুক হোসেনের ভাই সুলতান মাহমুদ টুকুর নেতৃত্বে ১২-১৩ জনের একটি দল লাঠিসোটা নিয়ে অটোরিক্সা থেকে মাইক নামিয়ে ভাংচুর করে। এতে বাধা দিলে গাড়ির ভেতরে থাকা আবুল বাশার মল্লিককে পিটিয়ে আহত করা হয়। কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মামুন লাভলু বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেবিল ল্যাম্প প্রতীকের ফারুক হোসেনের নির্দেশে তার ভাই ভাড়াটে লোকজন নিয়ে আমার প্রচার মাইক ভাংচুর করেছে। তারা এলাকায় একছত্র আধিপত্য বিস্তারের চেষ্টায় ব্যর্থ হয়ে এ হামলা করছেন। আমি এ ঘটনার বিচারের জন্য কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। থানায়ও অভিযোগ দেয়া হয়েছে। প্রচারের শুরুতেই ফারুক হোসেন আচরণবিধি লঙ্ঘন করেছেন। আমি রিটার্নিং কর্মকর্তার কাছে সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছি। এ বিষয়ে কাউন্সিলর প্রার্থী ফারুক হোসেন বলেন, আমি প্রচার নিয়ে ব্যস্ত। আমার সমর্থকরা কেউ উচ্ছৃঙ্খল নয়। লাভলু নিজের প্রচার মাইক নিজেই ভেঙ্গে মিথ্যা অভিযোগ করছেন। রূপগঞ্জে দুই প্রার্থী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, তারাব পৌরসভা নির্বাচনকে ঘিরে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় বুধবার সকালে রূপগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুই কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন ও রুহুল আমিন ফরাজীসহ ৬ জনকে বুধবার সকালে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার সকালে গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার সকালে জেলা দায়রা জজ আদালত থেকে দুই প্রার্থী মুচলেকা দিয়ে জামিন নেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবিরের আদালতে দুই প্রার্থী নির্বাচনের আগে সহিংসতার ঘটনা ঘটাবে না মর্মে মুচলেকা দিয়ে জামিন পান। দুই প্রার্থীর জামিনের বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। উল্লেখ্য, মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!