
* আবার ভিটামিন ডি আলোচনায় এলো।
* সম্প্রতি স্পেনে এক গবেষণায় দেখা যায় যারা করোনায় আক্রান্ত তাদের মধ্যে ভিটামিন ডি’র লেভেল কম ছিল।
* প্রায় ২০০ জন রোগীর ওপর এ গবেষণায় দেখা যায় সকলের ক্ষেত্রে ভিটামিন ডি’র কমতি ছিল।
* নারীদের চেয়ে পুরুষদের শরীরে ভিটামিন ডি বেশি কম ছিল। সুতরাং পুরুষরা ভুগছে বেশি।
* সেজন্য তারা ভিটামিন ডি’কে প্রতিকার ও প্রতিরোধ উভয় দিকে দাঁড় করাতে চাচ্ছেন।
ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল
হলি ফ্যামিলি হাসপাতাল
০১৭১৫২৮৫৫৫৯