ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

করোনা উপসর্গে ঝালকাঠিতে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ২১:৪০, ১৯ সেপ্টেম্বর ২০২০

করোনা উপসর্গে ঝালকাঠিতে গৃহবধূর মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে তানিয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে এবং হবিগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া শুক্রবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে বরিশালে তিন পুলিশ সদস্যসহ ১৩ জন এবং মাগুরায় পাঁচজনসহ মোট ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে বরিশালে করোনাভাইরাসের উপসর্গ থেকে মুক্ত হয়ে ৩১ জনের সুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে তানিয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়। জানা গেছে, ঝালকাঠির চঞ্চলের স্ত্রী তানিয়া জ্বর, বুকে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ১৬ সেপ্টেম্বর তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টায় তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। হবিগঞ্জ ॥ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা দাঁড়াল ১৫ জনে। শুক্রবার দুপুরে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) হবিগঞ্জের উপ-সহকারী কর্মকর্তা দিলীপ কুমার দাশের পিতা গণেন্দ্র লাল দাশ (৮৩) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগে গণেন্দ্র লাল দাশ কয়েকদিন শ্বাসকষ্টে ভুগলে গত রবিবার কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন। মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হওয়ায় দু’দিন চিকিৎসা নেয়ার পর বৃহস্পতিবার তিনি মারা যান। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭০০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২৪৭ জন। মারা গেছেন ১৫ জন। বরিশাল ॥ জেলা পুলিশে কর্মরত তিন সদস্যসহ নতুন করে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট ৩ হাজার ৩৮৬ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, জেলায় নতুন করে ৩১ ব্যক্তি সুস্থ হওয়ার মধ্যদিয়ে মোট ২ হাজার ৯৬৬ ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়েছেন। মাগুরা ॥ মাগুরায় শুক্রবার আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৭৮ জন। মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শুক্রবার জেলায় আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পৌর এলাকায় ৪ জন ও ঝিনাইদহ উপজেলায় ১ জন করোনাভাইরাসে আক্রান্ত হন।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!