ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামে পুলিশ বক্সে হামলা ॥ আরও ১ জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ০০:২০, ২৯ জুলাই ২০২০

চট্টগ্রামে পুলিশ বক্সে হামলা ॥ আরও ১ জঙ্গী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর ষোলশহর এলাকায় গত ২৮ ফেব্রুয়ারি পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মোঃ সাহেদ (২৪) নব্য জেএমবির একজন সদস্য। মঙ্গলবার কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকা থেকে তাকে আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট। এ নিয়ে মোট চারজনকে গ্রেফতার করা হলো। সিএমপি সূত্রে জানানো হয়, জেএমবি সদস্য মোঃ সাহেদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া মৌলভীপাড়া এলাকার আবুল কাশেমের পুত্র। তাকে চট্টগ্রামে নিয়ে এসে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
×