ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদের দিন রাতেই কোরবানির বর্জ্য অপসারণ করবে রাসিক

প্রকাশিত: ২২:৩৪, ২৭ জুলাই ২০২০

ঈদের দিন রাতেই কোরবানির বর্জ্য অপসারণ করবে রাসিক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ এবারও ঈদের দিন রাতের মধ্যেই মহানগরী এলাকার কোরবানির সকল বর্জ্য অপসারণ করার উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। ঈদের পরদিনই পরিচ্ছন্ন শহর পাবেন মহানগরবাসী। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ ঘোষণা দিয়েছেন। রবিবার দুপুরে নগর ভবনের সিটি হল রুমে কোরবানির পশু জবেহ ও দ্রুত বর্জ্য অপসারণ এবং করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে ওয়ার্ড সচিব ও পরিচ্ছন্ন সুপারভাইজারদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র। মেয়র লিটন বলেন, গত ঈদ-উল-আজহার রাতের মধ্যেই কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় এবারও রাতের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। ঈদের পরদিনই মহানগরবাসীকে পরিচ্ছন্ন শহর উপহার দিতে চাই। এ কাজে মহানগরবাসীর সহযোগিতাও কামনা করেন মেয়র। রাসিকে নিযুক্ত পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে পবিত্র ঈদ-উল-আজহায় উদ্যাপিত হতে যাচ্ছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে বাড়তি নজরদারি রাখতে হবে। মানুষকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করতে হবে।
×