ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছাসেবীদের নিয়ে মেয়র আতিকের শপথ

প্রকাশিত: ১১:৪৮, ১৮ মার্চ ২০২০

স্বেচ্ছাসেবীদের নিয়ে মেয়র আতিকের শপথ

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর মহাখালীর কাঁচাবাজার মোড়ে স্বেচ্ছাসেবীদের শপথ বাক্য পাঠ করিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিডি ক্লিন’ এর উদ্যোগে ঢাকা উত্তর সিটিসহ সারাদেশের ১০০ স্থানে পরিষ্কার অভিযানের উদ্বোধন করা হয়। মেয়র আতিক স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আজকে তোমরা যারা নিজে থেকে এসেছ, কেন এসেছ? দেশকে ভালবেসেই এসেছ। জাতির পিতা বঙ্গবন্ধু কেন জেল খেটেছেন? দেশকে ভালবেসেছে বলে। তিনি আমাদের স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র এবং লাল-সবুজের পতাকা দিয়ে গেছেন। আমাদের উচিত বিডি ক্লিনের মতো আরও এগিয়ে এসে সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলা। এর আগে মেয়র আতিক রাজধানীর গুলশানে বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে সচেতন হওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা এবং বেসিন স্থাপনের অনুরোধ জানান। করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য তিনি বলেন, করোনা প্রতিরোধে আমাদের পরিষ্কার থাকা জরুরী, তাই আমি অনুরোধ করব বিভিন্ন অফিস, আদালত কিংবা দোকানের সামনে একটি সাবান এক বালতি পানি থাকে যাতে করে সবাই যেন হাত ধুয়ে নিতে পারে। এই উদ্যোগ আমাদের সবারই দরকার।
×