ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ভোটার তালিকা হালনাগাদের সময় বাড়ল

প্রকাশিত: ০৯:৫৫, ২৭ জানুয়ারি ২০২০

  ভোটার তালিকা  হালনাগাদের  সময় বাড়ল

সংসদ রিপোর্টার ॥ ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমা ৩০ দিন থেকে বাড়িয়ে ৬০ দিন নির্ধারণ করে ‘ভোটার তালিকা (সংশোধন) আইন-২০২০’ নামে একটি বিল জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস করা হয়েছে। রবিবার আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলটি পাসের বিরোধিতা করে বিএনপির দু’জন সংসদ সদস্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন তুললে তার জবাব দিতে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিরোধী দলের সদস্যরা যা বলেছেন, তাতে কিন্তু আমরা আশ্চর্য হইনি। কারণ ওনাদের (বিএনপি) তো ভোট করারই অভ্যাস নেই। বিএনপি নির্বাচন নিয়ে অতীতে কী করেছে? ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন করে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীকে সংসদে এনে বিরোধী দলের নেতার আসনে বসিয়েছেন। শুধু ভোটারবিহীন নির্বাচন করেও তারা খুশি হননি, এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার নিয়ে ভোটার তালিকা তৈরি করেছিলেন। আজ তারাই আবার নির্বাচন নিয়ে আইনের শিক্ষা দিচ্ছেন! মন্ত্রী আরও বলেন, আমরা জনগণের কথা বলি, স্বার্থ দেখি। ১৯৮২ সাল থেকে শুরু হয়েছে এই আইনটা। ২০০০ সালে অধ্যাদেশের মাধ্যমে এসেছে। আমরা আইন প্রণয়ন করতেই বিলটি এনেছি। কিন্তু তারা (বিএনপি) ভাঙ্গা রেকর্ডের মতো পুরনো কথা বলেন। বিএনপি তো এনালগ, ডিজিটাল না। বিএনপি তো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এখানে তো বাংলাদেশীই নেই। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন বিলটি পাসের আগে বিলটির ওপর জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপি দলীয় সদস্যরা। এ বিষয়ে আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির রওশন আরা মান্নান এবং বিএনপির মোঃ হারুনুর রশীদ ও ব্যারিস্টার রুমিন ফারহানা। বিরোধী দলীয় সদস্যদের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পাস হওয়া বিলে ভোটার তালিকা আইনের ১১ ধারার ১ উপধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এতে জাতীয় ভোটার দিবসের সঙ্গে মিল রেখে কম্পিউটার ডাটাবেজে সংরক্ষিত বিদ্যমান ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমা প্রতি বছর ২ জানুয়ারি হতে ৩১ জানুয়ারির পরিবর্তে ‘২ জানুয়ারি হতে ২ মার্চ’ প্রতিস্থাপন করা হয়েছে। বিলটি আইনে পরিণত হলে ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমা ৬০ দিন হবে। উল্লেখ্য, গত ২০ জানুয়ারি জাতীয় সংসদে বিলটি উত্থাপনের পর তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটি পরীক্ষা-নিরীক্ষা শেষে বিলটি পাসের সুপারিশ করে গত ২৩ জানুয়ারি সংসদে প্রতিবেদন জমা দেয়।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!