ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সরাসরি জড়িত একজন গ্রেফতার

ডাঃ সারওয়ার আলী হত্যা চেষ্টায় অংশ নেয় সাত জন

প্রকাশিত: ১১:১৬, ১৪ জানুয়ারি ২০২০

ডাঃ সারওয়ার আলী হত্যা চেষ্টায় অংশ নেয় সাত জন

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ও ছায়ানটের নির্বাহী সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ সারওয়ার আলীকে হত্যাচেষ্টায় সরাসরি জড়িত থাকা একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃত ফরহাদ হত্যাচেষ্টা ঘটনার আদ্যোপান্ত বর্ণনা করেছে। হত্যাচেষ্টায় মোট সাতজন অংশ নিয়েছিল। পুলিশ ইতোমধ্যেই বাসার নিরাপত্তা কর্মী হাসান ও ডাঃ সারওয়ার আলীর বর্তমান গাড়িচালক হাফিজকে আটক করে। ইতোমধ্যেই হাফিজ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। চলতি বছরের ৫ জানুয়ারি রাত সাড়ে দশটার দিকে ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরের বাসায় ডাঃ সারওয়ার আলীর ওপর হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় গত ৬ জানুয়ারি ডাঃ সারওয়ার আলী তার বাসার দারোয়ান মোঃ হাসান ও আগের গাড়িচালক নাজমুলসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ১০। মামলায় হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। ঘটনাটি জানার পর পরই ওই রাতেই পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার তদন্তকারী সংস্থাটির সব ইউনিটকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে বিশেষ নির্দেশনা দেন। সেই নির্দেশনা মোতাবেক পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তর বিভাগের বিশেষ পুলিশ সুপার মোঃ বশির আহমেদের সার্বিক নির্দেশনা মোতাবেক সাঁড়াশি অভিযান চলতে থাকে। সোমবার সেই অভিযানের ধারাবাহিকতায় ভোর ছয়টার দিকে ঢাকার উত্তরা এলাকা থেকে ফরহাদকে (১৮) গ্রেফতার করতে সক্ষম হয় পিবিআইয়ের বিশেষ দলটি। ফরহাদের পিতার নাম মোঃ শহীদুল্লাহ। বাড়ি নেত্রকোণা জেলার কলমাকান্দা থানাধীন আনন্দপুর গ্রামের কাশেম মোড়লের বাড়িতে। সোমবার বিকেলে পিবিআই ঢাকা মেট্রোর উত্তর বিভাগের বিশেষ পুলিশ সুপার মোঃ বশির আহমেদ আগারগাঁও নিজ কার্যালয়ে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গ্রেফতারকৃত ফরহাদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ সুপার আরও জানান, ঘটনার রাতে নিজ বাসায় স্ত্রী ডাঃ মাখদুমা নার্গিসসহ রাতের খাবার খান ডাঃ সারওয়ার আলী। খাওয়া দাওয়া সেরে তারা টেলিভিশন দেখছিলেন। এ সময় ওই বাড়ির তৃতীয় তলায় বসবাস করা তাদের মেয়ে ডাঃ সায়মা আলীর বাসার মূল দরজায় অজ্ঞাত দুইজন কলিং বেল চাপে। তার মেয়ে দরজার ছিটকিনি খুলা মাত্রই অজ্ঞাত দুইজন তাদের বাসার ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা ডাঃ সারওয়ার আলীর মেয়ে, মেয়ের জামাই মোঃ হুমায়ুন কবির ও নাতনি অহনা কবিরের গলায় ছুরি ধরে। একজন তাদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। অপরজন বাড়িটির চতুর্থ তলায় বাস করা ডাঃ সারওয়ার আলীর ফ্ল্যাটের কলিং বেল চাপে। ডাঃ সারওয়ার আলী দরজার ছিটকিনি খুলে দিতেই জোরপূর্বক ভেতরে প্রবেশ করে। ঢুকেই ডাঃ সারওয়ার আলীকে মেঝে ফেলে দিয়ে গলায় ছুরি ধরে। এ সময় তার স্ত্রী চিৎকার দেন। তখন তৃতীয় তলা থেকে অপর সন্ত্রাসী চতুর্থ তলায় যায়। চিৎকার চেচাঁমেচি শুনে দ্বিতীয় তলার ভাড়াটিয়া মেজর (অব) সাহাবুদ্দিন চাকলাদার ও তার ছেলে মোবাশ্বের চাকলাদার সজিব চতুর্থ তলায় যান। সাহাবুদ্দিন চাকলাদার দুর্বৃত্তদের একজনকে জাপটে ধরেন। তার ছেলে সজিব একটি গ্লাস অপর দুর্বৃত্তকে লক্ষ্য করে ছুড়ে মারেন। তখন দুর্বৃত্তরা দ্রুত বাসার ভেতর থেকে পালিয়ে যায়। প্রতিবাদ সমাবেশ সোমবার বিকেল ৩টায় সারওয়ার আলী ও তার পরিবারের সদস্যদের হত্যা চেষ্টার প্রতিবাদে জাতীয় জাদুঘরের সামনে নাগরিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। মানবাধিকার কর্মী এ্যাডভোকেট সুলতানা কামাল, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, নারী নেত্রী খুশি কবীর ও সম্মিলিত সামাজিক আন্দোলনে প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. আজিজুর রহমান ও রাজিয়া সামাদ ডালিয়া, বাংলাদেশ মহিলা পরিষদের সহ-সভাপতি রেখা চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, ঐক্য ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভূঁইয়া, জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদসহ অনেকেই।
×