ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্য রক্ষার দাবি

প্রকাশিত: ০৯:০১, ৩০ আগস্ট ২০১৯

শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্য রক্ষার দাবি

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৯ আগস্ট ॥ দেশের বৃহত্তম ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্স নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শহরের শহীদী মসজিদের সামনের সড়কে শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্য সংরক্ষণ কমিটির উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতা করেন মাওলানা ড. খলিলুর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবির, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী, মাওলানা ইলিয়াস আমিনী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, শোলাকিয়া ঈদগাহে প্রায় দুইশ’ বছর ধরে দেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এই ঐতিহ্যকে বিনষ্ট করতে আজ গভীর ষড়যন্ত্র চলছে। শোলাকিয়া মাঠে এক একটা পিলার স্থাপন করা হচ্ছে যা আমাদের বুকে এসে লাগছে। বক্তারা ঈদগাহের পশ্চিম পার্শ্বে গরুর বাজারে কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্স নির্মাণের জোর দাবি জানিয়ে শোলাকিয়ার ঐতিহ্য রক্ষার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। ফতুল্লায় কিশোরী গণধর্ষণ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার রেলস্টেশনের জোড়াপুল এলাকায় এক কিশোরীকে (১৪) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে ৪ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। বুধবার রাতে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, বুধবার রাতে জোড়াপুল এলাকার এক কিশোরী দোকান থেকে সরিষার তেল কিনে বাসায় ফিরছিল। এ সময় একই এলাকার শান্ত, শুভ ও রাজন নামে স্থানীয় তিন বখাটে তার গতিরোধ করে তাকে একটি ঝোপের ভেতরে নিয়ে যায়। পরে তারা তিনজনে মিলে ধর্ষণ করে পালিয়ে যায়।
×