ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

গণগ্রন্থাগারে ফিলিপিন্স কর্নার

প্রকাশিত: ১০:৫৪, ২১ এপ্রিল ২০১৯

গণগ্রন্থাগারে ফিলিপিন্স কর্নার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শাহবাগস্থ গণগ্রন্থাগার অধিদফতরের রেফারেন্স কক্ষে চালু হলো ফিলিপিন্স কর্নার। শনিবার এ কর্নারের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিযুক্ত ফিলিপিন্সের রাষ্ট্রদূত ভিসেন্ট ভিভেনসিও বান্দিলো। গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আশীষ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অধিদফতরের পরিচালক আবদুল্লাহ হারুন পাশা। উদ্বোধন করে কে এম খালিদ বলেন, ফিলিপিন্স কর্নার বাংলাদেশের পাঠকদের ফিলিপিন্সের সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক অবস্থা সম্পর্কে জানতে সহায়তা করবে। এটি ফিলিপিন্স ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে সহায়তা করবে।
×