ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির কাছে নয়া মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

প্রকাশিত: ০৬:২৮, ৩০ নভেম্বর ২০১৮

রাষ্ট্রপতির কাছে নয়া মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বিডিনিউজ ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করে নিজের পরিচয়পত্র জমা দিয়েছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মিলার বৃহস্পতিবার বিকেলে মিলার বঙ্গভবনে যান। সাক্ষাত শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘নতুন মার্কিন রাষ্ট্রদূতকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।’ আবদুল হামিদ রাষ্ট্রদূতকে দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান জানান। তার দায়িত্ব পালনকালে এই সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। নতুন দায়িত্ব নিতে রবিবার ঢাকায় পৌঁছান মার্কিন কূটনীতিক রবার্ট মিলার। মিলার ২০১৪ সাল থেকে আফ্রিকার দেশ বতসোয়ানায় যুক্তরাষ্ট্র মিশনের দায়িত্ব সামলে আসছিলেন। ঢাকায় তিনি রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হলেন।
×