ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মইনুল হোসেন ও জাফরুল্লাহ চৌধুরীর জামিন শুনানি পেছাল

প্রকাশিত: ০৫:৫৬, ২৬ অক্টোবর ২০১৮

মইনুল হোসেন ও জাফরুল্লাহ চৌধুরীর জামিন শুনানি পেছাল

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় আটককৃত ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মইনুল হোসেন এবং ডাঃ জাফরুল্লাহ চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদনের শুনানি পিছিয়ে আগামী সোমবার ধার্য করেছে আপীল বিভাগ। অন্যদিকে সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আট শীর্ষ নেতাকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির দিন পিছিয়েছে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হবে। বৃহস্পতিবার আপীল বিভাগের সিনিয়র বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন ৬ সদস্য বিশিষ্ট আপীল বেঞ্চ এ আদেশ প্রদান করেছেন। ডাঃ জাফরুল্লাহর বিরুদ্ধে মাছ চুরির মামলা ॥ নিজস্ব সংবাদদাতা, সাভার জানান, সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে জমি দখল, হত্যার হুমকি, চাঁদাবাজির সঙ্গে এবার যুক্ত হয়েছে মাছ চুরির অভিযোগ। আর এ অভিযোগে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় আরও একটি মামলা দায়ের হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা দায়ের হলো। বুধবার গভীর রাতে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার বাসিন্দা কাজী মহিবুর রব নামে এক ব্যক্তি ডাঃ জাফরুল্লাহ চৌধুরীকে প্রধান আসামি করে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন।
×