ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

কড়াইল বস্তি ও টিটি পাড়ায় ৩০ হাজার ইয়াবাসহ আটক ৫২

প্রকাশিত: ০৭:৪৯, ২৭ মে ২০১৮

কড়াইল বস্তি ও টিটি  পাড়ায় ৩০ হাজার  ইয়াবাসহ আটক ৫২

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি ও কমলাপুরের টিটিপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যার পর থেকে শুরু হওয়া এই অভিযান চলে মধ্য রাত পর্যন্ত। অভিযানে দুই জায়গা থেকে ৫২ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ৩০ হাজার পিস ইয়াবা ও এক মণ গাঁজা। মহাখালীর অভিযানে অংশ নেয় ডিএমপির এক হাজারের বেশি পুলিশ সদস্য। কমলাপুরের টিটি পাড়ায় অভিযানে নেতৃত্ব দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন অভিযান শেষ হয়নি আরো চলবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, মাদক নির্মূলে গড ফাদারদের তালিকা নিয়েই মাঠে নেমেছে পুলিশ। নগরীকে মাদকমুক্ত করতেই এই অভিযান বলে জানান এই কর্মকর্তা।
×