ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় যুবলীগ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ॥ অবরোধ

প্রকাশিত: ০৬:৪৩, ২২ মে ২০১৮

সাতক্ষীরায় যুবলীগ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ॥ অবরোধ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা শহরের ইটাগাছায় সংগ্রাম টাওয়ারের সামনে ট্রাক রাখাকে কেন্দ্র করে যুবলীগ নেতা তুহিন ও তার লোকজনের হাতে এক ট্রাক শ্রমিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ট্রাক শ্রমিকদের সড়ক অবরোধের কারণে প্রায় ৩ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সংঘর্ষে যুবলীগের ২ জন আহত হন। প্রায় ৩ ঘণ্টা সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে যানচলাচল বন্ধ থাকায় তীব্র ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সোমবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। দুপুর দুইটার দিকে পুলিশ ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার পর সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। সাতক্ষীরা ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন জানান, সোমবার বেলা ১১টার দিকে সংগ্রাম টাওয়ারের সামনে একটি ট্রাক রাখাকে কেন্দ্র করে বাগবিত-ার একপর্যায়ে শ্রমিক জহিরকে মারপিট করে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তুহিনুজ্জামান তুহিন ও তার লোকজন। পরে ট্রাক শ্রকিমরা সংঘবদ্ধভাবে তুহিন ও তার ভাই শাহিনের ওপর হামলা চালায়। এতে শাহিন গুরুতর আহত হয়। এ সময় শ্রমিকরা সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের ওপর ট্রাক দিয়ে সড়ক অবরোধ করে। এতে সড়কে কয়েক কিলোমিটারব্যাপী যানজট সৃষ্টি হয়। দুপুর ২টার দিকে পুলিশ ও শ্রমিক নেতাদের আলোচনার পর সড়ক অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা।
×