ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ৩ দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

প্রকাশিত: ০৪:৪১, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

চট্টগ্রামে ৩ দিনের  ডিজিটাল উদ্ভাবনী  মেলা শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রূপকল্প ২০২১ বাস্তবায়নের পথে দেশের বর্তমান অবস্থান এবং অগ্রগতি তুলে ধরার প্রয়াসে শুক্রবার চট্টগ্রামে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। তথ্যপ্রযুক্তির সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং নতুন নতুন উদ্ভাবনকে তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের এ-টু-আই (এ্যাক্সেস টু ইনফরমেশন) প্রজেক্ট। নগরীর এমএ আজিজ আউটার স্টেডিয়ামে সকালে মেলা উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান। জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এসএম মনির উজ জামান, সিএমপি কমিশনার মোঃ ইকবাল বাহার, চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা ও সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, দেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ সর্বক্ষেত্রে ডিজিলাইজড পদ্ধতি বাস্তবায়িত হচ্ছে।
×