ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

ভারতীয় ২ জাহাজের চট্টগ্রাম বন্দর ত্যাগ

প্রকাশিত: ০৪:৩০, ১৩ জানুয়ারি ২০১৮

ভারতীয় ২ জাহাজের চট্টগ্রাম বন্দর ত্যাগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফর শেষে ভারতীয় কোস্টগার্ডের দুটি জাহাজ শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দর জেটি ত্যাগ করেছে। এ সময় জাহাজটিকে বিদায় জানান বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এন ওয়াসিম মকসুদ। উপস্থিত ছিলেন পূর্ব জোনের অধীনস্থ সিজি বেস চট্টগ্রাম এর অধিনায়ক কমান্ডার এস এম মঈন উদ্দিন ও চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার। কোস্টগার্ডের বাদকদল ব্যান্ড বাজিয়ে জাহাজদুটিকে বিদায় জানায়। কোস্টগার্ড জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, সফরকালে দুই দেশীয় কোস্টগার্ডের মধ্যে পানি দূষণের কারণ এবং এর প্রতিকার সম্পর্কে প্রশিক্ষণ হয়। এ সফর দুদেশের কোস্টগার্ড তথা সার্বিক পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করছে বাংলাদেশ কোস্টগার্ড। ষষ্ঠ বছরে পা দিল নভোএয়ার স্টাফ রিপোর্টার ॥ পাঁচ বছরের সফল যাত্রা শেষ করে ষষ্ঠ বছরে পদার্পণ করেছে বেসরকারী বিমান সংস্থা নভোএয়ার। এ উপলক্ষে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নভোএয়ারের ত্রৈমাসিক ইন-ফ্লাইট ম্যাগাজিন ‘নভোনীল’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ‘নভোনীল’-এর মোড়ক উম্মোচন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। এ সময় নভোএয়ারের চেয়ারম্যান ফয়জুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, বেসরকারী বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এ ভি এম এম নাইম হাসান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পর্যটনমন্ত্রী নভোএয়ারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
×