ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

আরও ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল

প্রকাশিত: ০১:২২, ৩০ নভেম্বর ২০১৭

আরও ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল

স্টাফ রিপোর্টার॥ নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আরও ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপনের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন ৪১টি মিলে এখন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সংখ্যা দাঁড়ালো ৯৪টি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সঙ্গে এসব ট্রাইব্যুনালের জন্য বিচারকসহ ২৪৬টি পদ এবং গাড়িসহ আনুষঙ্গিক সরঞ্জামাদির অনুমোদনও দিয়েছেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন শেষে বুধবার এ সংক্রান্ত নথি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এখন অর্থ মন্ত্রণালয়ের পৃষ্ঠাংকন সাপেক্ষে শিগগিরই এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করবে আইন মন্ত্রণালয়।
×