ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

মুক্তিযোদ্ধা কাঁকন বিবির শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত: ০৫:৫৮, ২৫ জুলাই ২০১৭

মুক্তিযোদ্ধা কাঁকন বিবির শারীরিক অবস্থার  উন্নতি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ মহান মুক্তিযুদ্ধের বীরসেনানী মুক্তিযোদ্ধা কাঁকন বিবির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেন, ‘বীর প্রতীক কাঁকন বিবি মাইনর হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়েছেন। তিনি বয়স্ক হওয়ায় তার অবস্থা খারাপ ছিল। তবে রবিবার থেকে তার অবস্থা উন্নতির দিকে। তিনি এখন শঙ্কামুক্ত। কথাও বলতে পারছেন। গত রবিবার বিকেলে হাসপাতালে কাঁকন বিবিকে দেখতে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক। এ সময় কাঁকন বিবিকে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে স্থানান্তর করার অনুরোধ জানান সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ বর্মণ রায়। হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনের স্বল্পতা থাকায় কাঁকন বিবি যে কেবিনে আছেন, সেখানে সোমবারের মধ্যে একটি এসি লাগানোর সিদ্ধান্ত নেন আরিফ। আরিফ জানান, কাঁকন বিবি সুস্থ হয়ে ফিরে যাওয়ার পরও এসিটি ওই কেবিনে লাগানো থাকবে। আগের দিনের প্রতিশ্রুতি অনুযায়ী, সোমবার বেলা ২টার দিকে একটি এসি হাসপাতালে প্রেরণ করেন আরিফ। তবে মেয়র আরিফের এসি যাওয়ার আগেই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক কাঁকন বিবি চিকিৎসাধীন থাকা কেবিনটিতে একটি এসি স্থাপন করে নেন। মেয়র আরিফের দেয়া এসি ফিরিয়ে দেয়ার ব্যাপারে ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেন, কাঁকন বিবির শারীরিক অবস্থা এমন যে ফ্যান ছাড়লেও তার ঠা-া লাগে। এই অবস্থায় তার এসির কোন প্রয়োজন ছিল না। একজন মুক্তিযোদ্ধা কমান্ডার কেবিনটিতে একটি এসির দাবি করেছিলেন। এ কারণে এসি লাগিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, এটি একটি সরকারী হাসপাতাল। সরকার থেকে এখানে পর্যাপ্ত সহযোগিতা দেয়া হচ্ছে সকল রোগীর জন্যই। এখানে বাইরের কোন সহযোগিতার প্রয়োজন নেই। তিনি বলেন, কাঁকন বিবিকে সব ধরনের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

শীর্ষ সংবাদ:

গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি সংযোগ বিচ্ছিন্ন
দেশে এখন কেউ না খেয়ে দিন কাটায় না: ওবায়দুল কাদের
স্বল্প আয়ের মানুষদের কাছে কম দামে মাছ মাংস বিক্রি
সাংবাদিকতা নয়, মিথ্যা তথ্যের বিরুদ্ধে মামলা হয়েছে: আইনমন্ত্রী
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে কমবে না বিদ্যুতের দাম
বৈকালিক চেম্বারের কার্যক্রম উদ্বোধন, হাসপাতালের তালিকা প্রকাশ
বাসন্তীর ঘটনার পুনরাবৃত্তির ষড়যন্ত্র হয়েছে: তথ্যমন্ত্রী
জামিন নাকোচ, সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ
ধামরাইয়ে অফিসে আটকে রেখে এনজিও কর্মীকে ধর্ষণের অভিযোগ
ভিকারুননিসার ২ শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জাহাঙ্গীরের মেয়র পদে ফেরার রায় পেছাল আদালত
বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় পুলিশ সদস্য কারাগারে
স্কটল্যান্ড পেল প্রথম মুসলিম প্রধানমন্ত্রী
সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা