ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন সার্চ ইনডেক্স আনছে গুগল

প্রকাশিত: ০৫:২২, ১৮ অক্টোবর ২০১৬

নতুন সার্চ ইনডেক্স আনছে গুগল

মোবাইল ব্যবহারকারীদের জন্য নতুন একটি সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করছে গুগল। গুগল এতদিন পর্যন্ত ডেস্কটপ ব্যবহারকারীদের বিবেচনায় রেখেই এ্যাপগুলো তৈরি করেছে। তবে কেবলমাত্র মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা একদম কম নয়। ভারতের মতো বিশাল দেশে এদের সংখ্যা প্রচুর। গুগলের অন্যতম শীর্ষ কর্মকর্তা গ্যারি এলিয়েস বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই সার্চ ইঞ্জিনটি বাজারে আসবে। এ্যাক্সিলারেটেড মোবাইল পেজ (এএমপি) মোবাইলে গুগল ডাউন লোড করার ১০ গুণ দ্রুত বলে গ্যারি জানান। গুগল গত বছর ডেস্কটপের জন্য প্রোগ্রামটি তৈরি করেছিল। প্রোগ্রামটি ব্যবহারকারীদের মধ্যে এনডিটিভি এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো নিউজ পোর্টালগুলো রয়েছে। জনবহুল দেশ হিসেবে গুগল ভারতকে গুরুত্বপূর্ণ বাজার বিবেচনা করে। তাই নিভৃত পল্লী এলাকায় ইন্টারনেট সেবা পৌঁছানোর দিকে তারা বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। -ইন্ডিয়ান এক্সপ্রেস
×