ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অধ্যক্ষের সুনাম ক্ষুণ্নের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:২০, ১৮ অক্টোবর ২০১৬

অধ্যক্ষের সুনাম ক্ষুণ্নের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ গফরগাঁওয়ের আদর্শ শিশু নিকেতনের অধ্যক্ষ আব্দুস সাত্তারের সুনাম ক্ষুণেœর প্রতিবাদে সোমবার সকালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়া হয়। এলাকাবাসী, অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক সমাজের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। স্থানীয় সূত্র জানায়, গফরগাঁওয়ের জামতলা মোড় ও কেজি স্কুলের সামনে সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই মানববন্ধন করা হয়। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন ডাঃ এসএম শফিক উদ্দিন, উপাধ্যক্ষ মাহমুদুল হাসান সবুজ, আবুল মুনসুর মোস্তাফিজ, মেহেদী হাসান সামিল, মাহমুদুল হাসান সজীব ও মশিউর রহমান সাব্বির। সমাবেশ শেষে মিছিলসহ প্রথমে গফরগাঁও থানা ও পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে আলাদা স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপি নেয়ার সময় গফরগাঁওয়ের উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ শঙ্কর কুন্ডু বলেন, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করা হবে। গাজীপুরে ইমামের স্ত্রীর রহস্যজনক মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ঈদগাহ’র ইমামের স্ত্রী হোসনে আরার (৫০) রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। জয়দেবপুর থানার এসআই মনোয়ার হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ খাইলকৈর এলাকার গোলাম আলী ও তার স্ত্রীর হোসনে আরার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে রবিবার রাত ৮টার দিকে কলহ হয়। এরপর রাত ৯টার দিকে তাদের ঘরে হোসনে আরার লাশ দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। এ সময় স্বামী ও সন্তানেরা বাড়িতে ছিলেন না। হোসনে আরার ডান হাতের কব্জিতে ধারালো অস্ত্রে কাটা দাগ এবং গলায় শ্বাসরোধে হত্যার দাগ রয়েছে। তাদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নীলফামারীতে প্রধানমন্ত্রীর ছবি ঝুলিয়ে দখলবাজি স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদের পর এবার ভিন্ন কৌশলী ফের দখল করার অভিযোগ উঠেছে ডোমার পৌর এলাকায়। অবৈধ দখলকারীরা দলগতভাবে প্রভাব বিস্তারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙ্গিয়ে অবৈধ দখলবাজিতে মেতে উঠে। অভিযোগ উঠেছে, রবিবার গভীর রাতে ডোমার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক ও উপজেলা যুবলীগের বেশ কিছু নেতাকর্মী অবৈধভাবে জায়গা দখল করে নেয়। ডোমার পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু বলেন, রবিবার রাতে ও সোমবার সকালে কাউন্সিলরসহ ঘটনাস্থলে গিয়ে স্থাপনা নির্মাণে বাধা দিলে দখলকারীরা প্রধানমন্ত্রীর ছবি সামনে রেখে দখল উৎসব চালিয়ে যায় এবং স্থাপনা নির্মাণ করতে থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা জানান, অবৈধ দখলদারদের পুনরায় উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করা হবে। সেলাই মেশিন বিতরণ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও গ্রাম উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে সোমবার দিনাজপুরে হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৮ জন হতদরিদ্র নারীকে ১টি করে সেলাই মেশিন বিনামূলে প্রদান করা হয়। তাদের প্রত্যেককে গ্রাম উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে তাদের নিজ গ্রাম বিরল উপজেলার গোবিন্দপুর খড়বাড়ীতে ৪ মাস প্রশিক্ষণও প্রদান করা হয়। আফতাব উদ্দীন আহমেদের সভাপতিত্বে গ্রাম উন্নয়ন প্রচেষ্টা অফিসে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনিছুর রহমান, সিদ্দারাতুল ইসলাম (বাবু), ফরিদা বেগম, মকিদ হায়দার শিপন প্রমুখ। ছাত্রীদের শাড়ি বিতরণ স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজ ও ছোটবাইশদিয়া বিএম কলেজের ছাত্রীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের এমপি মাহবুবুর রহমান ব্যক্তিগত উদ্যোগে এ শাড়িগুলো বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে সামসুদ্দিন আবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান হাজী আবদুল মান্নান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানা।
×