ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আগামী বছরের মধ্যে বাসযোগ্য ঢাকা গড়ে তোলার প্রত্যয় সাঈদ খোকনের

প্রকাশিত: ০৮:১৫, ৯ মে ২০১৬

আগামী বছরের মধ্যে বাসযোগ্য ঢাকা গড়ে তোলার প্রত্যয় সাঈদ খোকনের

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২০১৭ সালের মধ্যে ঢাকার দৃশ্যমান পরিবর্তন করে বাসযোগ্য ঢাকা গড়ে তুলবেন বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, মনের মতো কাজ করে নগরবাসীর মন জয় করব। রবিবার সকালে নগরীর পোস্তগোলা ডেসা কলোনি মাঠে ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ মাসুদের উদ্যোগে আয়োজিত ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি শীর্ষক জবাবদিহিতামূলক অনুষ্ঠানে বক্তৃতাকালে মেয়র এসব কথা বলেন। মেয়র বলেন, মেয়রের দায়িত্বভার গ্রহণের পর বিল বকেয়ার কারণে নগর ভবনের সংযোগ বিচ্ছিন্ন করতে লোক এসেছিল অথচ আজ প্রায় ১৮০০ কোটি টাকার প্রকল্প উন্নয়ন কাজ চলছে। এটি অনন্য দৃষ্টান্ত। প্রধানমন্ত্রীর ঐকান্তিক সহযোগিতার ফলেই এটা সম্ভব হয়েছে। মেয়র সভায় এলাকাবাসীর চাহিদামতো ৫৪নং ওয়ার্ডের নগর স্বাস্থ্য কেন্দ্রে ডেলিভারি সুবিধা আগামী ১ সপ্তাহের মধ্যে শুরু করার প্রতিশ্রুতি দেন। এছাড়া পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় জায়গা প্রাপ্তি সাপেক্ষে স্থানীয় প্রকৌশলীকে ৪টি আধুনিক গণশৌচাগার তৈরির কাজ শুরু করার জন্যও স্থানীয় প্রকৌশলীকে নির্দেশ দেন।
×