পায়ে চলা পথ ধরে চলছে পা সদৃশ একটি গাড়ি! তাতে হেলমেট পরে দাঁড়িয়ে আছেন এক পুরুষ। আর ওই গাড়িকে দিকনির্দেশনা দিয়ে সামনে হেঁটে চলেছেন ‘ক্যাপ্টেন’ সাজে সজ্জিত এক নারী।
রবিবার লন্ডনের ওয়ান্ডস্্ওর্থ বোরোর বালহাম টিউবের কাছে ফুটপাথের এ দৃশ্য দেখে হতভম্ব হন টহলরত এক পুলিশ। তিনি পা আকৃতির গাড়ির কাছে গিয়ে ভাল করে দেখেন। এরপর তিনি টুইটারে এ দৃশ্যের একটি ছবি ও ভিডিও ছাড়েন। খবরে বলা হয়েছে ওয়ান্ডস্্ওর্থের একটি উৎসব উপলক্ষে এই গাড়ি তৈরি করা হয়েছে বলে উদ্যোক্তারা জানান। প্রতিবেদনে আরও বলা হয়, ওই পা আকৃতির গাড়িটি ওয়ান্ডস্ওর্থের পুরো এলাকা প্রদক্ষিণ করে।
এই দৃশ্যের ছবি টুইটারে ছাড়ার পর তা অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। - ইউপিআই অবলম্বনে।
‘পা’ গাড়ি!
প্রকাশিত: ০৬:১৯, ২৮ এপ্রিল ২০১৬
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: