ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজধানীতে সিএনজি চালকদের বিক্ষোভ

প্রকাশিত: ০৯:১২, ২৩ মার্চ ২০১৬

রাজধানীতে সিএনজি চালকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ চালক ও সমবায় ফেডারেশনের নামে বরাদ্দ করা ৫ হাজার রেজিস্ট্রেশন নম্বর বণ্টনসহ ৬ দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে সিএনজি অটোরিক্সাচালক ও সমবায় ফেডারেশন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে তারা মিছিল করে। তাদের অন্য দাবিগুলো হলো- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক জটিলতার অবসান, অটোচালকদের সহজ শর্তে লাইসেন্স প্রদান ও নবায়ন, ঢাকা মহানগরীতে অটোরিকশার জন্য নির্ধারিত স্থানে পার্কিংয়ের ব্যবস্থা, চালকদের পুলিশি হয়রানি বন্ধ করা এবং পার্কিংয়ের নির্ধারিত স্থান না দেয়া পর্যন্ত চালকদের জেল-জরিমানা বন্ধ করা।
×