ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত আট

কৃষকের জমি দখল করে আবাসন প্রকল্প

প্রকাশিত: ০৫:৪৮, ৩১ আগস্ট ২০১৫

কৃষকের জমি দখল করে  আবাসন প্রকল্প

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩০ আগস্ট ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি আবাসন প্রকল্পের বিরুদ্ধে নিরীহ কৃষকদের জমিতে অবৈধভাবে ও জোরপূর্বক বালু ভরাটের অভিযোগ পাওয়া গেছে। বালু ভরাটকে কেন্দ্র করে আবাসন প্রকল্পের নিয়োজিত সন্ত্রাসীরা কৃষকদের ওপর হামলা চালায়। এতে ৮ কৃষক আহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাগবেড় এলাকায় ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শী ও নিরীহ কৃষকরা জানান, পর্শি, কেয়ারিয়া মৌজার বাগবেড়, গোয়ালপাড়া, কেয়ারিয়া ও পানিআগড়া এলাকার কয়েক বিঘা জমি ক্রয় করে বসুকুঞ্জ নামে একটি আবাসন প্রকল্প। গত মাসেক খানেক আগে ওই আবাসন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেনের নির্দেশক্রমে তার নিয়োজিত লোকজন আবাসন প্রকল্পের ক্রয়কৃত জমিতে বালু ভরাটের পাশাপাশি স্থানীয় কৃষকদের প্রায় ১০ থেকে ১২ বিঘা জমিতে জোরপূর্বক বালু ভরাট করে। এতে নিরীহ কৃষকরা অবৈধভাবে ও জোরপূর্বক বালু ভরাটের অভিযোগে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন বরাবর অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিত্বে সরেজমিনে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশক্রমে বালু ভরাটের কাজ বন্ধ রাখা হয়। এর পর থেকে বালু ভরাটের কাজ বন্ধ থাকে। রবিবার সকালে বাগবেড় এলাকায় পরিদর্শনে যান ভূমি অফিসের কানুনগো আব্দুল হালিম, সার্ভেয়ার চুন্নুসহ ভূমি কর্মকর্তারা। এরপর বসুকুঞ্জ আবাসন প্রকল্পের মালিকপক্ষ ও স্থানীয় (জমির মালিক) কৃষকদের জমি-জমার বিষয়টি নিয়ে বসবেন বলে উভয় পক্ষকে নোটিস প্রদান করে সেখান থেকে চলে আসেন। এদিকে ভূমি অফিস কর্মকর্তারা চলে আসার পর আবাসন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেনের নির্দেশক্রমে তার নিয়োজিত সন্ত্রাসী আমিন উদ্দিন, আব্দুল বাতেন জুলহাসের নেতৃত্বে একদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমির মালিক নিরীহ কৃষকদের ওপর হামলা চালায়। হামলায় হাজী নুরুল ইসলাম, হযরত আলী, ওমর আলী, আব্দুল খালেক, সেরাজুল ইসলাম, ওমর ফারুখ, আবু সাঈদ ও কলুম উদ্দিন আহত হন। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। জমির মালিক আয়েশা খাতুন, জহুরা খাতুন, আরমান মিয়া, রবিউল্লাহসহ আরও অনেকেই জানান, জমি দখলের প্রতিবাদ করলেই আবাসন প্রকল্পের সন্ত্রাসীরা মামলা-হামলার হুমকি দিয়ে থাকে। এ বিষয়ে আবাসন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন বলেন, হামলার বিষয়টি সঠিক না। আমার কোন বাহিনী নেই। এছাড়া আমাদের ক্রয়কৃত জমিতেই বালু ভরাট করছি।
monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

দেশে কোনো পণ্য সংকটের শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পাকিস্তানের ভাবধারায় উজ্জীবিত বিএনপি:ওবায়দুল কাদের
পলাতক খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে :স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর ছিলো জিয়া :ড. হাছান মাহমুদ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
চোখে মুখে একটাই স্বপ্নছিল দেশটাকে স্বাধীন করা : শিক্ষামন্ত্রী
গুগল ডুডলে স্বাধীনতা দিবস
দেশে এখন স্বাধীনতা-গণতন্ত্র নেই :মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছে তারাই এখন ক্ষমতায় যেতে মরিয়া :জাহিদ মালেক
গুলিস্তান বিস্ফোরণে ১৯ দিন পর আরও একজনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ২৬
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
রমজান মাসে একবারের বেশি ওমরাহ করা যাবে না
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে নিহত ১৯
পশ্চিমা মিত্ররা আরও অস্ত্র না পাঠালে রাশিয়ায় পাল্টা হামলা করা যাবে না :প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি