
সাবেক স্বৈরাচার সরকারের প্রতীকী কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত গণভবনে চলছে নতুন ইতিহাস রচনার কাজ। শেখ হাসিনার দেশত্যাগ ও পদত্যাগের পর আন্দোলনরত বিক্ষোভকারীরা এই সরকারি বাসভবনে ব্যাপক ভাঙচুর চালায় ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়।
জনগণের উত্তাল আন্দোলন ও ‘জুলাই-আগস্ট বিপ্লবের’ প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে গণভবনকে বিপ্লবের জাদুঘর হিসেবে ঘোষণা করেছে। ঘোষণার পরপরই শুরু হয় সংস্কার কার্যক্রম।
আজ গণভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “গণভবনের মূল অবয়ব অক্ষুণ্ন রেখে দ্রুত সংস্কার কাজ চলছে।”
নতুনভাবে গড়ে তোলা এই জাদুঘরে জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিচিহ্ন, বিক্ষোভকারীদের আঁকা গ্রাফিতি ঐতিহাসিক দলিল সংরক্ষণ করা হবে বলে জানা গেছে।
আফরোজা