ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

মহাখালীতে ট্রেনের ধাক্কায় ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৯:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০২৩

মহাখালীতে ট্রেনের ধাক্কায় ৩ শিশুর মৃত্যু

ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় ৩ পথশিশুর মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে। প্রথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৬ টারে দিকে কমলাপুর থেকে দেওয়ানগঞ্জগামী একটি ট্রেনে কাটা পরে ওই তিন শিশুর মৃত্যু হয়।

বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্র ধর গণমাধ্যমকে বলেন, ‘তিন পথশিশু রেললাইন দিয়ে হাঁটছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে।’

কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, ‘স্থানীয়দের মুখে জানতে পারি ভোর ছয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জগামী একটি ট্রেন ভোর ছয়টায় মহাখালী দিয়ে যাচ্ছিল। এ সময় তিন শিশু দৌড়ে রাস্তা পার হচ্ছিলো। ট্রেনটি ওই তিন শিশুকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তিনজনের মহরদে উদ্ধার করে সুরতহাল তৈরি করে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।’ 

 

এম হাসান

×